বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে মানুষের জীবন অনেকাংশে ইন্টারনেট (Internet) নির্ভর। অফিসের কাজ থেকে বাজার, দোকান, সব কিছু এর মাধ্যমে সম্ভব। তবে এবার রাজ্য সরকারের (Government of West Bengal) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হল, আগামী ১৭ মার্চ অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা (Internet Service)। গোষ্ঠী সংঘর্ষের জেরে বীরভূমের সাঁইথিয়া উত্তপ্ত হয়ে উঠতেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
নির্দেশিকায় কী বলা হয়েছে (Government of West Bengal)?
জানা যাচ্ছে, দোল উৎসবের দিন পাথর ছোড়া ঘিরে তেতে ওঠে বীরভূমের নানান এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অশান্তির পরিবেশ তৈরি হয় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের নাম এলাকায়। মাথপালসা গ্রাম পঞ্চায়েত, হাতোরা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, ফুলুর গ্রাম পঞ্চায়েত এবং দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যার জেরে ওই এলাকাগুলিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
এবার সেই ঘটনায় গুজব রুখতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মূলত অবৈধ কার্যকলাপ ও গুজব ছড়ানো রুখতে এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর! কড়কড়ে ১০,০০০ টাকা দিচ্ছে সরকার! কারা সুবিধা পাবেন?
নির্দেশে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনার জেরে বীরভূমের (Birbhum) সাঁইথিয়া পুরসভার সাঁইথিয়া শহর এলাকা, মাথপালসা গ্রাম পঞ্চায়েত, হাতোরা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, ফুলুর গ্রাম পঞ্চায়েত এবং দরিয়াপুর গ্রাম পঞ্চায়েতে আগামী কিছুদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ১৪ মার্চ থেকে ওই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ বলে খবর। আগামী ১৭ মার্চ তথা সোমবার সকাল ৮টা অবধি তা বন্ধ থাকবে।
তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ভয়েস কল ও এসএমএস পরিষেবা সচল থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে (Government of West Bengal)। ফলে সাধারণ ফোন ও এসএমএস করতে কোনও অসুবিধা নেই।