বিশ্বদরবারে উজ্জ্বল বাংলার মুখ! ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ পেল মমতার ‘এই’ স্বপ্নের প্রকল্প

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্কুল পড়ুয়া থেকে মহিলা, প্রায় প্রত্যেকের জন্যই নেওয়া হয়েছে কোনও না কোনও উদ্যোগ। এবার রাজ্য সরকারের (Government Scheme) এমনই একটি প্রকল্প আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হল। বিশ্বদরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী।

আন্তর্জাতিক স্তরে গর্বিত বাংলা (Government Scheme)!

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার খরচ। যত দিন যাচ্ছে চিকিৎসা পরিষেবা যেন নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমতাবস্থায় রাজ্যের কেউ যাতে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করতে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ উজ্জ্বল করল এই স্কিম।

জানা যাচ্ছে, ‘সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৫’এ গিয়েছিল এই রাজ্যের প্রথিতযশা চিকিৎসকদের একটি দল। বিশ্বের অন্যতম সেরা এই চিকিৎসকদের সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের (Swasthya Sathi Scheme) সফলতার কথা তুলে ধরা হয়। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আমজনতার খরচ কমাতে কীভাবে এই প্রকল্প কাজ করছে তা বর্ণনা করেন বাংলার চিকিৎসকরা।

আরও পড়ুনঃ সংঘর্ষের জের! ১৭ মার্চ অবধি ‘এখানে’ বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা! নির্দেশিকা জারি রাজ্যের 

অস্ট্রিয়ায় আয়োজিত এই চিকিৎসক সম্মেলনে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে ক্যান্সারের চিকিৎসা নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন এই রাজ্যের কয়েকজন চিকিৎসক। কীভাবে এই স্কিমের মাধ্যমে এই রাজ্যের রোগীরা ‘ব্রেস্ট ক্যান্সার’এর চিকিৎসার খরচ অনেকাংশে কমাতে পারছেন সেই বিষয়টি তুলে ধরা হয়।

Nabanna Government of West Bengal Government scheme

এমনকি রাজ্য সরকারের এই স্কিমের সুবিধা নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীরা কীভাবে দিনের পর দিন নিখরচায় কেমোথেরাপি চালাচ্ছেন সেটাও তুলে ধরেন বাংলার এই চিকিৎসক দল। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই সরকারি প্রকল্পের (Government Scheme) প্রশংসামূলক আলোচনা উঠে এসেছে আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ব্রেস্ট’এ। সেই সঙ্গেই আন্তর্জাতিক ক্ষেত্রের প্রথিতযশা চিকিৎসকদের সামনে তুলে ধরা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর