বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ অনেকটা সময় ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) কাজ চলছে। ইতিমধ্যেই অনেকটা কাজ হয়ে গিয়েছে। শুধুমাত্র কয়েকটি এলাকায় বর্তমানে কাজ হচ্ছে। এবার এই নিয়েই বড় উদ্যোগ নিল রাজ্য (Government of West Bengal)। রাস্তা নির্মাণের পাশাপাশি উন্নত নিকাশি কাঠামোর ওপরেও নজর রাখা হচ্ছে বলে খবর।
কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) নিয়ে বড় উদ্যোগ নবান্নের!
জানা যাচ্ছে, বর্তমানে বেশ কয়েকটি ভাগে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ চলছে। মনে করা হচ্ছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংযুক্তি সহ এই প্রকল্পের বেশ কিছু কাজ চলতি বছরের মধ্যেই সম্পন্ন হবে। তবে হুগলি ও কল্যাণী সংযোগকারী ঈশ্বরগুপ্ত সেতু তৈরিতে আরও কিছুটা সময় লাগবে।
তবে রাস্তা নির্মাণের পাশাপাশি নিকাশি পরিকাঠামোর দিকেও কড়া নজর রাখা হচ্ছে। আসলে বৃষ্টি হলেই ভাটপাড়া, পানিহাটি, নৈহাটির রাজেন্দ্রপুর জংশন, ঘোলা বাজার সহ বেশ কিছু জায়গায় জল জমে যায়। অল্প বৃষ্টি হলেও রাস্তা থেকে জল গড়িয়ে কার্যত দুই ধারের এলাকায় গিয়ে পড়ে। সেই জমা জল নিয়ে পরবর্তীতে সমস্যা দেখা যায়। এবার পাকাপাকিভাবে এই সমস্যা শেষ করতে চায় রাজ্য (West Bengal Government)।
আরও পড়ুনঃ ৭ বছরে সবচেয়ে কম! DA বৃদ্ধি নিয়ে নয়া আপডেট! মাথায় হাত সরকারি কর্মীদের
এই নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল হলে একটি বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক, পূর্তমন্ত্রী পুলক রায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু সহ সংশ্লিষ্ট এলাকার বিধায়করা। এছাড়াও উত্তর ২৪ পরগণার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরাও ওই বৈঠকে যোগ দিয়েছিলেন।
জানা যাচ্ছে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, উন্নত নিকাশি পরিকাঠামো তৈরির পাশাপাশি এলাকার জলাশয়গুলির জলধারণ ক্ষমতা বাড়ানো। যেহেতু এই এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে জল জমে যাওয়ার সমস্যা রয়েছে, তাই এবার সেটিকে দূর করতে উদ্যোগী প্রশাসন।
এছাড়াও জানা যাচ্ছে, রাস্তার জমা জল দ্রুত নামানোর জন্য এই বৈঠকে মোটর পাম্প বসানোর কথাও উঠে এসেছে। কীভাবে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে খবর।
অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) কাজ সম্পন্ন হলে সেখানে আলোর বন্দোবস্ত করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে দু’টি ভাগে এখানে কাজ চলছে। প্রথমটি নিমতা থেকে মুড়াগাছা অবধি সাড়ে ৪ কিমি ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী এলিভেটেড করিডরের কাজ। দ্বিতীয়টি মুড়াগাছা থেকে কাপা অবধি ৩০.৪৯ কিমি রাস্তা নির্মাণ। জানা যাচ্ছে, এই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে মাত্র ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কল্যাণী এইমস আসা যাবে। এর ফলে বহু মানুষের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।