বাংলাহান্ট ডেস্ক : ঢেলে সাজতে চলেছে মেট্রো পরিষেবা। শহরের মেট্রো পরিষেবায় এবার এক বড়সড় বদল আসতে চলেছে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রাপথে জুড়তে চলেছে আরো একটি নতুন স্টেশন। সেটি হল ইডেন গার্ডেনস। ট্রেন স্টেশনের পাশাপাশি ইডেন গার্ডেনস মেট্রো (Kolkata Metro) স্টেশনের ক্ষেত্রেও ভারতীয় রেলের তরফে পাওয়া গিয়েছে অনুমোদন।
কোথায় হবে ইডেন গার্ডেনস মেট্রো (Kolkata Metro) স্টেশন
সূত্রের খবর, কলকাতা মেট্রোর পার্পল লাইনকে, অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রোকে (Kolkata Metro) আরো ১.৬ কিমি সম্প্রসারণ করা হবে। সেক্ষেত্রে জোকা থেকে এসপ্ল্যানেড হয়ে ইডেন গার্ডেনস পর্যন্ত আসবে মেট্রো। এই নতুন পরিকল্পনার জন্য অতিরিক্ত ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর বলছে, ইডেন গার্ডেনসের ১ নম্বর গেটের ঠিক উলটো দিকে তৈরি হবে মেট্রো স্টেশন। এখান থেকে মোহনবাগান মাঠ, ইস্টবেঙ্গল মাঠ একেবার কাছে হবে। এছাড়াও এখান থেকে সহজেই বাবুঘাট, কলকাতা হাইকোর্ট, বিবাদী বাগ, স্ট্র্যান্ড রোডের মতো জায়গা গুলিতে পৌঁছানো যাবে।
কতগুলি স্টেশন থাকছে: জানা যাচ্ছে, নতুন পরিকল্পনা অনুযায়ী, কলকাতা মেট্রোর (Kolkata Metro) ১৩ তম স্টেশন হবে ইডেন গার্ডেনস। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট এবং মোমিনপুর- এই আটটি স্টেশন থাকবে মাটির উপরে। আর ইডেন গার্ডেনস সহ খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলি থাকবে আন্ডারগ্রাউন্ড।
আরো পড়ুন : জি বাংলার ঘরের মেয়ে, লম্বা বিরতির পর চ্যানেল বদলে জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা!
কবে থেকে শুরু পরিষেবা: উল্লেখ্য, পার্পল লাইনে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। সুড়ঙ্গ তৈরির জন্য টানেল বোরিং মেশিন এসে পৌঁছেছে কলকাতায়। জোকা থেকে এখন মাঝেরহাট পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু রয়েছে। তবে ইডেন গার্ডেনস পর্যন্ত পরিষেবা বাণিজ্যিক ভাবে কবে চালু হবে তা এখনই বলা সম্ভব নয়।
আরো পড়ুন : জব্বর চমক! TRP ধরতে “মোক্ষম” টুইস্ট, জলসার সিরিয়াল দিয়েই অভিনয়ে এন্ট্রি রাজ-কন্যা ইয়ালিনীর?
এদিকে ফের সমস্যা তৈরি হয়েছে নির্মাণকাজ নিয়ে। মেট্রো আধিকারিক সূত্রে খবর, আলিপুর বডিগার্ড লাইনসের জমি পাওয়া যায়নি এখনো। ফলত খিদিরপুর স্টেশনটি কোথায় তৈরি করা হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে অনিশ্চয়তা কেটে যাতে দ্রুত কাজ শুরু করা হয়, চলছে সেই চেষ্টাই। কারণ ইডেন গার্ডেনস পর্যন্ত মেট্রো চালু হলে তাতে যে বহু সংখ্যক মানুষ লাভবান হবে তা বলার অপেক্ষা রাখে না।