ভূতুড়ে ভোটার নিয়ে মেগা বৈঠকে অভিষেক! থাকবেন ৪৫০০ প্রতিনিধি! কী বার্তা দেবেন?

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে অ্যাকশনে তৃণমূল (Trinamool Congress)। নেতাজি ইনডোরের মেগা সমাবেশ থেকে এই নিয়ে বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গড়ে দিয়েছিলেন একটি কমিটি। এবার এই নিয়েই আজ ভার্চুয়াল বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিকেল ৪টে নাগাদ সেই বৈঠক শুরু হয়েছে বলে খবর।

মেগা বৈঠকে কী বার্তা দেবেন অভিষেক (Abhishek Banerjee)?

নেতাজি ইনডোরের সমাবেশ থেকে সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। গত ৬ মার্চ এই কমিটির প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই আজ তৃণমূলের সর্বস্তরের প্রায় ৪৫০০ প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসলেন তিনি।

প্রায় বছরখানেক বাদে ভার্চুয়াল বৈঠকে বসলেন অভিষেক। আজকের এই মেগা বৈঠকে জেলার গুরুত্বপূর্ণ প্রতিনিধি সহ সমস্ত ধরণের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল (TMC) সেনাপতি এই বৈঠকে কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পোয়া বারো! একধাক্কায় ৯২% অবধি বাড়ছে বেতন, পেনশন? সামনে বিরাট আপডেট

ভূতুড়ে ভোটার খুঁজতে কি এবার সময় বেঁধে দেবেন অভিষেক? ভোটার তালিকা নিয়ে রূপরেখা দেবেন? পুজোর আগে অবধি নতুন কোনও কর্মসূচি ঘোষণা করবেন? আজকের এই মেগা বৈঠকে কী হয় তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে।

TMC MP Abhishek Banerjee meeting latest update

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অভিষেকের এই বৈঠকে লোকসভা ও রাজ্যসভায় দলের সকল সাংসদকে ডাকা হয়েছে। সেই সঙ্গেই লোকসভা নির্বাচনে ভালো লড়েও শেষ অবধি পরাজয়ের সম্মুখীন হয়েছেন এমন কয়েকজনও ডাক পেয়েছেন।

এছাড়া শাসকদলের সকল বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি, নানান শাখা সংগঠনের জেলা নেতৃত্বকে আজকের বৈঠকে ডাকা হয়েছে বলে খবর। কয়েক হাজার প্রতিনিধি নিয়ে আয়োজিত এই মেগা বৈঠকে অভিষেক (Abhishek Banerjee) কী বার্তা দেন সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর