৭ মাসে দুবার স্লট বদল, আরো কমল TRP, শনির দশা কাটছেই না সিরিয়ালের

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশনের দর্শকদের পছন্দ বারে বারে বদলাতেই থাকে। কোনো সিরিয়াল (Serial) আজ টিআরপির শীর্ষে থাকলে পরের সপ্তাহেও যে একই স্থান দখল করে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। প্রতিটি চ্যানেলেই একগুচ্ছ ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে, যেগুলি টিআরপি তোলার লড়াইয়ে নামছে মুখোমুখি যুদ্ধে। এর মধ্যে কিছু ধারাবাহিক (Serial) টিকে থাকছে। আবার কিছু কিছু কিছু সিরিয়াল পিছিয়ে পড়ছে।

স্লট বদলেছে একাধিক সিরিয়ালের (Serial)

এমনিতেই বর্তমানে মেগা সিরিয়ালের সংজ্ঞাটাই পালটে গিয়েছে। খুব কম ধারাবাহিকই (Serial) এখন একটা বছর সম্পূর্ণ করতে পারছে। তার আগেই টিআরপি কমে গিয়ে ইতি টানতে হচ্ছে গল্পে। কোনো কোনো সিরিয়াল অবশ্য আরেকটি সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে ধারাবাহিক (Serial) শেষ না করে বদলে দেওয়া হচ্ছে স্লট। নতুন মেগার ধাক্কায় এমন একাধিক সিরিয়ালের স্লট বদল হয়েছে সম্প্রতি।

Zee bangla again changed this serial slot

এক বছরের মধ্যে দুবার সময় বদল: জি বাংলাতেই রদবদলের মাত্রা অধিক। কারণ এই চ্যানেলেই বেশি সংখ্যক নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে। এবার তাদের জায়গা করে দিতে স্লট খালি করতে হয়েছে চ্যানেলকে। কম টিআরপির সিরিয়ালগুলি (Serial) গিয়েছে ভিন্ন স্লটে। আর এর জেরেই মাত্র ৭ মাসে দুবার করে স্লট বদল হয়েছে একটি সিরিয়ালের।

আরো পড়ুন : TRP-র লড়াইয়ে মুখোমুখি “টপার” প্রোডাকশনের দুই মেগা! রাতারাতি চ্যানেল বদল জনপ্রিয় ভিলেনের

টিআরপি আনতে পারেনি সিরিয়াল: গত অগাস্ট মাসে জি বাংলায় পথচলা শুরু করেছিল ‘অমর সঙ্গী’। কিন্তু সেভাবে টিআরপি এনে দিতে পারেনি ধারাবাহিকটি (Serial)। দুপুরের স্লটে শুরু হয়েও তাই কয়েক মাস পর বিকেলে পাঠানো হয় অমর সঙ্গীকে। কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। প্রতিপক্ষের কাছে লাগাতার হারতেই দেখা গিয়েছে এই সিরিয়ালটিকে (Serial)।

আরো পড়ুন : যাত্রীদের জন্য সুখবর! ইডেন গার্ডেন্স পর্যন্ত মেট্রো সম্প্রসারণের অনুমোদন, ১০০০ কোটি বরাদ্দ রেলের

দিন কয়েক আগেই আবারও সময় বদলেছে অমর সঙ্গীর। সাড়ে পাঁচটায় ‘আনন্দী’ জায়গা নিতেই ফের দুপুরেই পাঠানো হয়েছে রাজ শ্রীর গল্পকে। দুপুর তিনটের স্লটে এখন সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকটি (Serial)। তবে দর্শকরা এতে বেশ ক্ষুব্ধ। অনেকেই বলছেন, আগে টিআরপি কম ছিল, স্লট বদল হতে আরো কমেছে নম্বর। এমন ভাবে ধুঁকতে ধুঁকতে চলার থেকে সিরিয়াল শেষ করে দেওয়াই ভালো বলে মত দর্শকদের একাংশের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর