দিল্লি সহ একাধিক রাজ্যে কীভাবে পর পর জিতছে BJP? বড় ‘সিক্রেট’ ফাঁস করে দিলেন অভিষেক! তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। হাতে এখনও বেশ কিছুটা সময়। তবে তৃণমূলের (Trinamool Congress) সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট বলে দিয়েছেন, সময় নেই। এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে। সেই মত ‘ভুয়ো ভোটা’র ইস্যুতে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী পাঁচদিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশও দিয়ে দিয়েছেন তিনি।

ফুল অ্যাকশনে অভিষেক-Abhishek Banerjee

বিগত বেশ কিছুটা সময় ধরে ভুয়ো ভোটার ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। এই নিয়েই শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকে বসেন অভিষেক। দলেরবিধায়ক, সাংসদ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রায় চার হাজারেরও বেশি কর্মীও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

এদিনের বৈঠক থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধী দল বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক। তৃণমূল সাংসদের দাবি, দেখা যাচ্ছে গুজরাতের ভোটারের নাম বাংলায় ভোটার তালিকায়। এই সমস্তটা বিজেপির চক্রান্ত। এই ভাবেই দিল্লি সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোটগুলিতে ভোটার তালিকায় কারচুপি করে গেরুয়া শিবির ক্ষমতায় এসেছে বলেও তোপ দাগেন অভিষেক।

এরপরই অভিষেকের নির্দেশ, আগামী পাঁচদিনের মধ্যে জেলা কমিটি এবং ব্লক কমিটি তৈরি করতে হবে ২১ থেকে ২৭ তারিখের মধ্যে। কমিটির কাজ কবে থেকে শুরু সেই নির্দেশও দেওয়া হয়েছে। এই নিয়ে ‘সুপারভাইজার’ নামে একটি পোস্টও গঠনের কথা বলা হয়েছে। সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখতে আলাদা জোর দিয়েছেন অভিষেক। ভুতূড়ে ভোটার এভাবে কমিটি গঠন করার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

TMC leader Abhishek Banerjee mega meeting today

আরও পড়ুন: ছাব্বিশের ভোটেও ভরসা I-PAC? মেগা বৈঠকেই বিরাট বার্তা দিলেন অভিষেক

এদিন একটি ফোন নম্বরও দিয়েছেন তৃণমূল সাংসদ। স্পষ্ট বার্তায় অভিষেক জানিয়েছেন, আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেব বলে টাকা চাওয়া হচ্ছে যদি কেউ এমন ফোন পান, তাহলে তা ৮১৪২৬৮১৪২৮ নম্বরে যাচাই করে নিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর