নয়া চমক Tata Motors-এর! স্পোর্টি লুক ও স্মার্ট ফিচার্স সহ লঞ্চ হল এই CNG গাড়ি, দাম মাত্র এত টাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থা Tata Motors। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Tata Motors এবার তার বিখ্যাত গাড়ি Tiago NRG-কে নতুন বৈশিষ্ট্যের সাথে আপডেট করে বাজারে লঞ্চ করেছে। শুধু তাই নয়, কোম্পানি এই নতুন মডেলে এমন কিছু পরিবর্তন করেছে যা এটিকে আগের মডেলের থেকে আরও অনন্য করে তুলেছে। নতুন Tiago NRG-র দাম 7.2 লক্ষ টাকা থেকে শুরু হয়। গাড়ির টপ মডেলের দাম 8.75 লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত হয়।

Tata Motors-এর নতুন চমক:

নতুন Tata Tiago NRG-তে বিশেষ কি রয়েছে: জানিয়ে রাখি যে, Tiago NRG মোট 2 টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে রয়েছে XZ এবং XZA। কোম্পানি তার বেস ভেরিয়েন্ট XT বন্ধ করেছে। যা আগে পেট্রোল ইঞ্জিনের সাথে ম্যানুয়াল ট্রান্সমিশনে উপলব্ধ ছিল। এখন এই গাড়িটি শুধুমাত্র টপ-স্পেক্স ট্রিমে পাওয়া যাচ্ছে। রেগুলার Tata Tiago-র তুলনায় NRG মডেলের দাম প্রায় 30,000 টাকা বেশি।

Tata Motors new car update.

প্রসঙ্গত উল্লেখ্য যে, নতুন Tata Motors-এর Tiago NRG-এর বাইরের অংশে কিছু পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে টুইকড বাম্পারে নতুন সিলভার ফ্রন্ট এবং রিয়ার স্কিড প্লেট ও স্টিলের চাকার জন্য সামান্য ভিন্ন 15-ইঞ্চির হুইল কভার। স্ট্যান্ডার্ড Tiago-র তুলনায় NRG-র অন্যান্য হাইলাইটগুলির মধ্যে রয়েছে সাইডে ব্ল্যাক প্লাস্টিক বডি ক্ল্যাডিং, ব্ল্যাক রুফ রেলস এবং টেলগেটে একটি NRG ব্যাজ।

আরও পড়ুন: পাকিস্তানে চরম সঙ্কট! ভারতের হাত ধরেই “স্বাধীন” হতে চলছে বালুচিস্তান? ব্যাপারটা কী?

ইন্টেরিয়ার এবং ফিচার্স: NRG-তে স্ট্যান্ডার্ড Tiago-তে থাকা ডুয়াল-টোন ব্যাজ এবং গ্রে ফিনিশের তুলনায় সম্পূর্ণ-কালো ইন্টেরিয়ার থাকে। এই গাড়ির কেবিনে একটি 10.25-ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, পেছনের ক্যামেরা, অটো হেডলাইট এবং ওয়াইপার ও ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো সহ অ্যাপল কারপ্লে ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এই ফিচার্স সম্প্রতি Tiago লাইন আপ যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: “গম্ভীরের পদ্ধতি….”, ফের IPL-এ ঝড় তুলতে প্রস্তুত KKR, এবার বড় পরিকল্পনা জানালেন মেন্টর ব্রাভো

CNG-তেও উপলব্ধ: কোম্পানি তার ইঞ্জিন পদ্ধতিতে কোনও পরিবর্তন করেনি। এটিতে 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন আগের মতোই রয়েছে। যা 86hp শক্তি উৎপন্ন করে। তবে, এই গাড়িটি CNG ভেরিয়েন্টেও উপলব্ধ রয়েছে। এই CNG ভেরিয়েন্টে, এই ইঞ্জিনটি 73hp শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিনটি ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত। CNG ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 8.2 লক্ষ টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল CNG ভেরিয়েন্টে অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্সও উপলব্ধ রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর