জলসাকে কড়া টক্কর, ৩ টি নতুন সিরিয়ালের পর আরো এক মেগার আমদানি জি বাংলার! প্রকাশ্যে টাইম স্লট

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে যেন কামব্যাকের ঢেউ লেগেছে। টেলিভিশনে যেমন নতুন নতুন চ্যানেল মাথা তুলে দাঁড়াচ্ছে, তেমনি আবার শুরু হচ্ছে নতুন নতুন নানান ধরণের গল্প। সাম্প্রতিক সময়ে দুই চ্যানেল মিলিয়ে চার চারটি নতুন ধারাবাহিক (Serial) শুরু হয়েছে। এর মধ্যে শুধু জি বাংলাতেই শুরু হয়েছে তিনটি সিরিয়াল। কিন্তু এখানেই থামছে না চ্যানেল।

ভালো টিআরপি তুলছে জি বাংলার সিরিয়াল (Serial)

আবারো একটি সিরিয়াল শুরু হওয়ার খবর মিলেছে জি বাংলায়। প্রকাশ্যে এসেছে সম্প্রচারের সময়, তারিখও। নতুন পুরনো ধারাবাহিক (Serial) মিলিয়ে মিশিয়ে টিআরপি তালিকায় ভালোই প্রভাব ফেলছে জি বাংলা। সাপ্তাহিক টিআরপিতে দুর্দান্ত ফল করছে এই চ্যানেলের সিরিয়ালগুলি (Serial)। হাতে গোনা কয়েকটি ধারাবাহিক বাদ দিলে আর বেশিরভাগ সিরিয়ালই রয়েছে সেরা দশের মধ্যে।

Zee Bangla announced another serial

আবারও এক সিরিয়ালের ঘোষণা: এবার দর্শকদের জন্য আরো একটি সুখবর দিল জি বাংলা। শুরু হতে চলেছে আরো একটি ধারাবাহিক (Serial)। সম্প্রতি সামনে এসেছে এই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ। আগামী ১৭ ই মার্চ, সোমবার থেকে শুরু হতে চলেছে ‘এসো মা লক্ষ্মী’। বেলা সাড়ে বারোটা নাগাদ দেখা যাবে এই সিরিয়াল (Serial)। তবে এটি কিন্তু নতুন কোনো সিরিয়াল নয়। পুরনো ধারাবাহিকই আবার নতুন করে ফেরানো হচ্ছে চ্যানেলে।

আরো পড়ুন : জি বাংলার ঘরের মেয়ে, লম্বা বিরতির পর চ্যানেল বদলে জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা!

ফিরছে এই মেগা: ২০১৫ সালে শুরু হয়েছিল এসো মা লক্ষ্মী। প্রায় এক বছর চলার পর শেষ হয় ধারাবাহিকটি (Serial)। ৯ বছর পর আবারো ফেরানো হল জনপ্রিয় সিরিয়ালটি। ধারাবাহিকে মা লক্ষ্মীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী প্রত্যুষা পালকে। পরবর্তীতে এই চরিত্রে অভিনয় করেছিলেন রূপশা মুখোপাধ্যায়।

আরো পড়ুন : ৭ মাসে দুবার স্লট বদল, আরো কমল TRP, শনির দশা কাটছেই না সিরিয়ালের

পুরনো সিরিয়াল আবারো পর্দায় ফেরানোর চল শুরু হয় করোনার সময় থেকে। তার পর থেকে একাধিক সিরিয়াল আবারও ফিরিয়ে আনা হয়েছে বিভিন্ন চ্যানেলে। এবার যেমন এসো মা লক্ষ্মী সিরিয়াল টিকে আবারো ফিরিয়ে আনতে চলেছেন জি বাংলা কর্তৃপক্ষ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর