বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন জগতে জি বাংলা (Serial) এক কথিত জনপ্রিয় নাম। সেই ২০০০ সালে পথচলা শুরু করে দেখতে দেখতে ২৫ বছরে পা দিল এই চ্যানেল। সদ্য জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চে পালিত হয়েছে ২৫ বছরের বর্ষপূর্তি উদযাপন। আর এবার নাকি আরো বড় চমক আসতে চলেছে দর্শকদের জন্য।
জনপ্রিয় সিরিয়াল (Serial) উপহার দিয়েছে জি বাংলা
পালিত হচ্ছে জি বাংলার ২৫ বছরের বর্ষপূর্তি। এই দীর্ঘ বছরে অগুন্তি জনপ্রিয় সিরিয়াল (Serial) উপহার দিয়েছে এই চ্যানেল। তার মধ্যে কিছু কিছু ধারাবাহিক আজীবনের মতো জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। শুধুই কী সিরিয়াল (Serial), নানান ধরণের নন ফিকশন শো-ও উপহার দিয়েছে জি বাংলা। সারেগামাপা, ডান্স বাংলা ডান্স, দিদি নাম্বার ওয়ান, মীরাক্কেল এর মতো নন ফিকশন শোগুলি বেশ জনপ্রিয় এই চ্যানেলে।
বড় বদল আসছে চ্যানেলে: সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়েছে সিরিয়ালে (Serial)। বদলে গিয়েছে ধরণ ধারণ। জি বাংলাও পাল্লা দিয়ে পরিবর্তন এনেছে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে। এই ২৫ বছরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালের (Serial) চ্যানেলে পরিণত হয়েছে জি বাংলা। আর এবার দর্শকদের আরো বড় চমক দিতে নাকি বড়সড় বদল আনতে চলেছে এই চ্যানেল।
আরো পড়ুন : আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেবচন্দ্রিমার, দেওয়ালে ঠেকেছে পিঠ, এবার বড়সড় ক্ষতি হয়ে গেল সায়ন্তর
২৫ বছর উপলক্ষে চমক: গুঞ্জন বলছে, এবার নাকি পরিচয়টাই বদলে যেতে চলেছে জি বাংলার (Serial)। শোনা যাচ্ছে, অত্যাধুনিক গ্রাফিক্স, নতুন প্রযুক্তি নিয়ে নাকি এক নতুন রূপে ধরা দিতে চলেছে চ্যানেলটি। ২৫ বছর পূর্তি উপলক্ষে নাকি দর্শকদের একেবারে চমকে দিতে নয়া লোগো সামনে আনতে চলেছে জি বাংলা।
আরো পড়ুন : সিরিয়ালে বিচ্ছেদ, বাস্তবে গদগদ প্রেম! সেটেই সম্পর্কে জড়ালেন জলসার মেগার নায়ক নায়িকা!
এর আগে শোনা গিয়েছিল, সোনার সংসার এর মঞ্চেই নাকি নতুন লোগো সামনে আনা হবে। তবে তেমনটা অবশ্য হয়নি অ্যাওয়ার্ড শোতে। যদিও এরপর আর কোনো বদল চ্যানেলে আসবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়।