‘নিজেদের ঝগড়ায় হেরেছি..,’ শুভেন্দুর জেলায় কত আসনে জিততে হবে? দলকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথমেই বাংলায় বিধানসভা নির্বাচন। শাসক-বিরোধী সব পক্ষের নজরই এখন সেদিকে। এরই মধ্যে ভুয়ো ভোটার ইস্যুতে উত্তাল রাজ্য। শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকে বসেন অভিষেক (Abhishek Banerjee)। দলের বিধায়ক, সাংসদ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখান থেকেই শুভেন্দুর (Suvendu Adhikari) জেলায় টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর জেলায় কত টার্গেট অভিষেকের? Abhishek Banerjee

২০২১ সালে পূর্ব মেদিনীপুর জেলা থেকে জিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসন কাঁথি এবং তমলুক গিয়েছে বিজেপির ঝুলিতে। এবার আগামী বিধানসভা নির্বাচনে তারই বদলা নিয়ে মরিয়া তৃণমূল। সম্মানের লড়াইয়ে জিততে এখনই টার্গেট দিয়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

অভিষেক বলেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনের মধ্যে ১২টিতেই জেতার লক্ষ্য রাখতে হবে। তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা বলেন, পূ’র্ব মেদিনীপুরের দিকে বিশেষ নজর দিতে হবে, মিটিং ডাকব। ২০২১-এ ১৬ টি আসনর মধ্যে ৯ টিতে আমরা জিতেছি। এবার চিহ্নিত করে ১২ টায় জিততে হবে।

এরপরই সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, ‘ওখানে ঠিক নির্বাচনের দুদিন আগে এনআইএ ডেকে পাঠাবে। আইন মিবে আমরা লড়ছি। এজেন্সি, বাহিনী সবার বিরুদ্ধেই আমাদের লড়াই। মানুষকে আরও সতর্ক করতে হবে।’

What did Abhishek Banerjee in say in Trinamool Congress mega meeting

আরও পড়ুন: সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া DA-র টাকা নিয়ে বড় আপডেট! কবে ঢুকবে অ্যাকাউন্টে?

একইসাথে অভিষেক বলেন, ‘পূর্ব মেদিনীপুরে নিজেদের ঝগড়ায় হেরেছি। কাঁথি অল্প ব্যবধানে হেরেছি। আর একটু সিরিয়াস হয়ে পরিশ্রম করে, সর্বশক্তি দিয়ে ঝাঁপালে আমরাই জিততাম। আগেরবার আমি গেছিলাম। এবার আমরা আরও বেশি গুরুত্ব দেব। আমাদের আরও লড়াই করতে হবে।’ অভিষেকের হুঙ্কার, ‘পূর্ব মেদিনীপুর চ্যালেঞ্জ, এদের গণতান্ত্রিক ভাবে বিবস্ত্র করব।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর