জোড়া বিজ্ঞপ্তি নবান্নের! মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে আসছে বিরাট বদল

বাংলা হান্ট ডেস্কঃ সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই মুহূর্তে ভোটে জেতার রণকৌশল সাজাতে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখেই বিরাট বদল আসছে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের দায়িত্বে। নবান্ন (Nabanna) সূত্রে খবর বৃহস্পতিবার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে জোড়া বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।

জোড়া বিজ্ঞপ্তি নবান্নের (Nabanna)!

প্রসঙ্গত এতদিন ওই বিভাগের দায়িত্বে ছিলেন আইএএস অফিসার দীপঙ্কর মণ্ডল। জানা যাচ্ছে নতুন বিজ্ঞপ্তি দিয়ে এবার তাঁকে পরিবহণ দফতরের নির্দেশকের দায়িত্বে পাঠানো হয়েছে। অন্যদিকে নতুন বিজ্ঞপ্তি জারি করে, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের দায়িত্বে দেওয়া হয়েছে রাহুল মজুমদারকে।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল ছাড়াও এই রাহুল মজুমদারকে আরও এক দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা হল মুখ্যমন্ত্রীর হাতে থাকা পরিকল্পনা রূপায়ণ দফতরের দেখভাল করার দায়িত্ব। এক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেই কাজের দেখভাল করতে হবে বলে খবর।

আরও পড়ুন: ‘নিজেদের ঝগড়ায় হেরেছি..,’ শুভেন্দুর জেলায় কত আসনে জিততে হবে? দলকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

গ্রিভান্স সেলের দায়িত্বে থাকা অধিকারিকের কাজ কি?

সাধারণ মানুষ যাতে তাঁদের সমস্ত অভাব-অভিযোগের কথা জানাতে পারেন তার জন্য  মুখ্যমন্ত্রীর নামে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নাম একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেখানে যেসমস্ত অভিযোগ জমা পড়ে সেই সব সমস্যা সমাধানের দায়িত্বে থাকেন, গ্রিভান্স সেলের দায়িত্বে থাকা অধিকারিক।

Nabanna

সূত্রের খবর, আগামী বছর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলের কাজে আরও গতি আনতে চাইছে নবান্ন (Nabanna)। সম্ভবত সেই কারণেই আগামী দিনে এই কাজে আরও গতি আনা হবে বলে খবর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর