বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগের এই একটা বছর রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে মহারাষ্ট্র, দিল্লির পর বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। অন্যদিকে দলের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে বিরাট ভাঙন। কিছুদিন আগেই হলদিয়ার বিজেপি (BJP) বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। জানা যাচ্ছে,তাঁর দেখানো পথ অনুসরণ করে এবার আরো কয়েকজন বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে। সেই সংখ্যাটা ঠিক কতজন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
তৃণমূলে যাচ্ছেন কতজন BJP বিধায়ক?
বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মোট ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। আবার বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি সংখ্যাটা হতে পারে ১১। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট খবর মেলেনি। তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যে ভয় তৈরি হয়েছিল ইদানিং বাংলায় দল বদলের খবর এলেই পদ্ম শিবিরের নেতাদের মধ্যে তৈরি হয়েছে সেই একই রকমের আতঙ্ক।
তাপসী মণ্ডল দল ছাড়ার পর থেকেই হতাশ রাজ্য বিজেপির (BJP) নেতা-কর্মীদের একাংশ। কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরই আশা জাগিয়েছিল। দক্ষিণবঙ্গে ভরাডুবির মধ্যেও অধিকারী গড়ের দুই আসন তমলুক ও কাঁথিতে জিতেছিল বিজেপি। সেখানকার দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়ায় অনেকেই হতাশ। বিশেষ করে জেতা আসনে দল ছাড়ার প্রবণতা তৈরি হলে, যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে দলছুট রোখা যাবে কীভাবে তা নিয়েই চিন্তায় গেরুয়া শিবিরে। বাংলায় তৃণমূলের দাপট এতটাই বেশি যার জন্য কিছুতেই মাটি শক্ত করতে পারছে না গেরুয়া শিবির।
আরও পড়ুন: জোড়া বিজ্ঞপ্তি নবান্নের! মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে আসছে বিরাট বদল
প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় ২৯৪টি আসনে লড়ে বিজেপি (BJP) মাত্র ৭৭টি আসনে পেয়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে বাংলায় বিজেপি ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। লোকসভায় বঙ্গে বিপর্যয়ের পর, গত কয়েক বছরে বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। ৭৭ থেকে বর্তমানে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫-তে নেমে গিয়েছে।
কোচবিহারের পুরপ্রধান তথা দাপুট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, উত্তরবঙ্গের প্রায় ১৪ জন বিজেপি নেতা নাকি তার সঙ্গে নিয়মিত যোগ রাখছেন। রবীন্দ্রনাথ ঘোষের আরও দাবি, কোচবিহারের ৩ জন সহ উত্তরবঙ্গের বিজেপির ১২-১৪ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন। বিজেপি যদিও এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বিজেপির রাজ্য নেতাদের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় জিততে এবার রণকৌশল তৈরি করছে। সব কিছু ঠিক মতো এসে গেলে বাংলায় নাকি ২০২৬ বিধানসভায় ২০১৯-লোকসভার ফল চমক হতে পারে। প্রসঙ্গত ক’দিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ দিদির দলে যোগ দিতে চান।