বাংলায় কবে চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন? রাজ্য সরকারি কর্মচারীদের নেতা বড় তথ্য দিয়ে দিলেন

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন হল অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া পে কমিশনের সুপারিশ বাস্তবায়িত হবে। এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। কবে আসবে বাংলার রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government) নয়া পে কমিশন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

বাংলায় কবে চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন?

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য রাজ্য সরকার ১৯৬০ সালে পে কমিটি গঠন করেছিল। সেই সময় ১০০ পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীর বেতন ৬০-৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সচিবালয়ের করণিকের বেতন নির্ধারিত হয়েছিল ১৫০-২৫০ টাকা। ডিরেক্টরের করণিকের বেতন হয়েছিল ১২৫-২০০ টাকা।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রথম বেতন কমিশন গঠন করা হয়েছিল ১৯৭১ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯০ সালে তৃতীয়, ১৯৯৮ সালে চতুর্থ বেতন কমিশন, ২০০৯ সালে পঞ্চম বেতন কমিশন গঠন করা হয়েছিল। আর ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে।

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা আগামী এপ্রিল থেকে আরও চার শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ শতাংশ হতে চলেছে। এবারের বাজেটে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অনেক জল্পনা ছিল নয়া পে কমিশন নিয়ে। তবে সেই নিয়ে কোনো ঘোষণাই করা হয়নি।

7th Pay Commission Central Government employees Dearness Allowance DA hike update

আরও পড়ুন: সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া DA-র টাকা নিয়ে বড় আপডেট! কবে ঢুকবে অ্যাকাউন্টে?

এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের আওতায় চলে আসবেন বলেই দাবি করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। খুব শীঘ্রই ফের তাদের ডিএ বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর