বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে লক্ষ লক্ষ ভারতীয় বিনিয়োগকারীর ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এলআইসি (Life Insurance Corporation of India) বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সব ধরনের বিনিয়োগকারীদের জন্যই ভারতের বাজারে রয়েছে এলআইসির একাধিক প্ল্যান। নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজও সাধারণ ভারতীয়দের ভরসা এলআইসি (LIC)।
গ্রাহকদের এবার সতর্ক করল LIC (Life Insurance Corporation of India)
তবে এবার দেশের বৃহত্তম বিমা সংস্থা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জারি করল বিশেষ সতর্কতা। প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। এই আবহেই যেকোনও ধরনের সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচতে গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল এলআইসি (Life Insurance Corporation of India)।
আরও পড়ুন : মার্চেই হাঁসফাঁস গরম! রেহাই মিলবে কবে? স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
বিমা সংস্থা জানিয়েছে, এলআইসি সংস্থার নাম ব্যবহার করে ফোন বা মেসেজ করতে পারে প্রতারকরা। এই ধরনের ফোন কলস বা মেসেজ থেকে সর্বদা সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। এলআইসি জানাচ্ছে, সংস্থার লোগো বেআইনিভাবে ব্যবহার করে কিছু প্রতারক প্রতারণার চেষ্টা চালাচ্ছে। বিমা গ্রাহকদের বোনাস ও অন্যান্য আর্থিক পুরস্কারের লোভ দেখিয়ে ফেলা হচ্ছে ফাঁদে।
আরও পড়ুন : BJP তে ভাঙন ধরিয়ে তৃণমূলে যাচ্ছেন ১২ জন বিধায়ক! তালিকায় কারা? তোলপাড় বাংলা
গ্রাহকদের উদ্দেশ্যে এলআইসি বার্তা দিয়েছে, এই ধরনের ভুয়ো ফোন কলস বা মেসেজ পেলে অবিলম্বে জানান নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে। এলআইসির পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, অফিসিয়াল নম্বর ব্যতীত অন্য কোনও নম্বর থেকে আসা ফোন বা মেসেজের উত্তর দেবেন না। এলআইসির একমাত্র অফিসিয়াল whatsapp নম্বর হল : 8976862090।
গ্রাহকদের উদ্দেশ্যে এলআইসির বার্তা, কোনও ধরনের প্রতারণামূলক ফোন কলসের ফাঁদে পড়বেন না। কোনও ব্যক্তি বা সংস্থার অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে বিরত থাকুন। পাশাপাশি নিজের ব্যক্তিগত তথ্য যেমন আধার নম্বর, পলিসি নম্বর, প্যান কার্ড ও অন্যান্য ডকুমেন্ট অচেনা ব্যক্তিদের সাথে শেয়ার করবেন না।
সংস্থার দাবি, LIC কখনই KYC যাচাইয়ের জন্য কল/এসএমএস/হোয়াটসঅ্যাপ/ইমেল করে না। এই ধরনের বার্তা পেলে শীঘ্রই অভিযোগ জানান spuriouscalls@licindia.com-এ। পাশাপাশি জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে অথবা 1930 নম্বরে ফোন করে নথিভুক্ত করতে পারেন আপনার অভিযোগ। এলআইসি সংক্রান্ত যাবতীয় পরিষেবা ব্যবহারের জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-এর গ্রাহক পোর্টালে বা ব্যবহার করুন এলআইসি ডিজিটাল অ্যাপ।