বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। কল্যাণীতে যেমন শুরু হয়েছে এইমস (Kalyani AIIMS)। তবে এখনও উন্নত চিকিৎসা পেতে অনেকেই রাজ্যের নানান জেলা থেকে কলকাতায় ছুটে আসেন। এই আবহে সামনে আসছে বড় খবর! ফের একবার কেন্দ্রের (Central Government) প্রস্তাবে সাড়া দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার রাজ্যের চারটি জেলায় তৈরি হচ্ছে চারটি নতুন ইএসআই হাসপাতাল।
কোন কোন জেলায় নতুন ইএসআই হাসপাতালে তৈরি হচ্ছে (Government of West Bengal)?
জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্র আরও উন্নত করতে এখানে চারটি নতুন ইএসআই হাসপাতাল তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি হাসপাতালে ১০০টি করে বেড থাকবে বলে খবর। বাংলার কোন কোন জেলায় এই হাসপাতালগুলি নির্মিত হবে ইতিমধ্যেই সামনে এসেছে সেই তথ্য। মনে করা হচ্ছে, এই চারটি নতুন হাসপাতাল তৈরি হলে গ্রামবাংলা ও শহরতলির মানুষের প্রচুর উপকার হবে।
মোট ৬৮টি নতুন হাসপাতাল তৈরি করা হবে। এর মধ্যে বাংলার বুকে নির্মিত হবে ৪টি। এখানেই শেষ নয়! এই হাসপাতালগুলিতে (ESI Hospital) এমডি, পিএইচডি, প্যারামেডিক্যাল ও নার্সিং পাঠ্যক্রমও শুরু করা হবে। ইএসআইয়ের পরিচালন পর্ষদ সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ মার্চেই হাঁসফাঁস গরম! রেহাই মিলবে কবে? স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
ওই সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অত্যাধুনিক চারটি নতুন ইএসআই (ESI) হাসপাতাল উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিংয়ে তৈরি হবে। এখানে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা। এই বিষয়ে ইএসআই পরিচালন পর্ষদের সদস্য এসপি তিওয়ারি বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই হলদিয়া ও দার্জিলিংয়ে দু’টি নতুন ১০০ বেডের হাসপাতাল চালু হতে চলেছে। বাকি নতুন দু’টি হাসপাতাল নির্মিত হবে উত্তর ২৪ পরগণার গড় শ্যামনগর ও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফ থেকে রাজ্যকে (Government of West Bengal) প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সাড়া দিয়েছে সরকার। যাবতীয় বিষয়ে সব ধরণের সাহায্য রাজ্য করবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই চারটি হাসপাতাল নির্মাণে নীতিগত সম্মতি জানিয়েছে ইএসআই কর্পোরেশন। এগুলি তৈরি হয়ে যাওয়ার পর মালদহের বীরপুরে ও মুর্শিদাবাদের জঙ্গিপুরে আরও দু’টি নতুন হাসপাতাল তৈরির প্রস্তাব রয়েছে বলে খবর। এই নিয়ে রাজ্যের সঙ্গে শীঘ্রই আলোচনা হবে।