বড় চমক KKR-এর! রাহানের সামনেই ভেঙ্কটেশকে করা হল ক্যাপ্টেন, অবাক অনুরাগীরাও

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট এর কাউন্টডাউন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে IPL-এর লড়াই। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে KKR (Kolkata Knight Riders) এবং RCB। এদিকে, গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাদের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এবার নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামবে KKR।

বড় চমক KKR (Kolkata Knight Riders)-এর:

চলতি মরশুমে দলের অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্কা রাহানে দলের নেতৃত্ব দেবেন। একইসঙ্গে সহ-অধিনায়ক করা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। যিনি গত মরশুমে দলের জয়ের ক্ষেত্রে অন্যতম বড় নায়ক ছিলেন। কিন্তু IPL ২০২৫-এর আগে KKR (Kolkata Knight Riders) শিবিরে একটি বড় চমক দেখা গিয়েছে। যেখানে KKR অজিঙ্কা রাহানেকে সামনে রেখে ভেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক করে অনুরাগীদের অবাক করে দিয়েছে।

Kolkata Knight Riders captain update.

রাহানের সামনেই অধিনায়ক হলেন ভেঙ্কটেশ আইয়ার: আসলে, IPL ২০২৫-এর আগে, কলকাতা নাইট রাইডার্স একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলেছিল। এই ম্যাচে KKR (Kolkata Knight Riders) তার খেলোয়াড়দের ২ টি দলে ভাগ করে দেয়। সেই সময়ে টিম পার্পলের নেতৃত্বে ছিলেন অজিঙ্কা রাহানে এবং টিম গোল্ডের দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের হাতে। ওই ম্যাচটি অত্যন্ত হাই স্কোরিং ছিল যেখানে KKR-এর তারকা খেলোয়াড়রা অত্যন্ত ভালোপারফর্ম করেছে। ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের মতো ব্যাটাররা খেলেছেন দুর্ধর্ষ ইনিংস।

আরও পড়ুন: এবার এই পড়শি রাজ্যে বিরাট চুক্তি টাটা গ্রুপের! তৈরি হবে বিপুল কর্মসংস্থান, সামনে এল পরিকল্পনা

দুর্দান্ত ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার: KKR (Kolkata Knight Riders)-এর এই ইন্ট্রা স্কোয়াড ম্যাচে প্রথমে ব্যাট করে টিম গোল্ড। যেখানে ভেঙ্কটেশ আইয়ারের দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৫ রান করে। ওই খেলায় ভেঙ্কটেশ আইয়ার করেন ৬১ রান। তিনি মাত্র ২৬ বলে এই রান করেন। পাশাপাশি, ওই ম্যাচে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন লাভনিথ সিসোদিয়াও। ২৪ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়াও, রমনদীপ সিং ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন।

আরও পড়ুন: অবিশ্বাস্য! প্রতি মাসে মহিলারা পাবেন ৭,০০০ টাকা, LIC-র এই দুর্ধর্ষ স্কিমই করে দেবে মালামাল

অন্যদিকে, অজিঙ্কা রাহানের নেতৃত্বে টিম পার্পল মাত্র ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে। টিম পার্পলের জয়ের নায়ক ছিলেন কুইন্টন ডি কক, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল। সর্বোচ্চ অপরাজিত ৭৭ রান করেন রিঙ্কু সিং। মাত্র ৩৩ বলে এই ইনিংসটি খেলেন তিনি। অপরদিকে, ২৩ বলে অপরাজিত ৫৯ রান করেন আন্দ্রে রাসেল। এর আগে কুইন্টন ডি কক ২২ বলে ৫২ রান করে দলকে ভালো শুরু এনে দেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর