সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি! কত বছর থাকবেন জাস্টিস বাগচি? প্রধান বিচারপতি কবে হবেন?

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন জাস্টিস জয়মাল্য বাগচি (Justice Joymalya Bagchi)। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে বিচারপতি বাগচির নাম সুপারিশ করা হয়। এরপর পদক্ষেপ নেয় আইন মন্ত্রক। গত সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে জাস্টিস জয়মাল্য বাগচিকে নিযুক্ত করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কবে হবেন জাস্টিস বাগচি (Justice Joymalya Bagchi)?

কলকাতা হাইকোর্টের দাপুটে বিচারপতিদের মধ্যে একজন ছিলেন বিচারপতি বাগচি। বহু মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এবার এই অভিজ্ঞ বিচারপতিকেই সুপ্রিম কোর্টে দেখা যাবে। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেখানে উপস্থিত থাকবেন সর্বোচ্চ আদালতের অন্যান্য বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjiv Khanna) নেতৃত্বধীন কলেজিয়াম গত ৬ মার্চ জাস্টিস বাগচির নাম সুপারিশ করেছিল। শীর্ষ আদালতের কলেজিয়ামে সিজেআই খান্না ছাড়াও বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি অভয় এস ওকা রয়েছেন।

আরও পড়ুনঃ উন্নত চিকিৎসা পেতে কলকাতায় আসা অতীত! বাংলার ‘এই’ ৪ জেলায় তৈরি হচ্ছে নতুন ESI হাসপাতাল

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের (Supreme Court Collegium) তরফ থেকে জানানো হয়, ২০১৩ সালের ১৮ জুলাই অবসর গ্রহণ করেন বিচারপতি আলতামাস কবীর। এরপর থেকে কলকাতা হাইকোর্টের আর কোনও বিচারপতি এদেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হননি। তবে জাস্টিস জয়মাল্য বাগচিকে এই পদে দেখা যেতে পারে।

Justice Joymalya Bagchi speech at Calcutta High Court

আগামী ছয় বছরেরও অধিক সময় সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন জাস্টিস বাগচি (Justice Joymalya Bagchi)। হিসেব অনুসারে, ২০৩১ সালের ২৫ মে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের কথা। এরপরেই সিজেআই হতে পারেন বাঙালি বিচারপতি বাগচি। যদিও সেক্ষেত্রে এদেশের প্রধান বিচারপতি হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ খুব একটা দীর্ঘ নাও হতে পারে। কারণ ওই একই বছরের অক্টোবর মাসে অবসর নেওয়ার কথা বিচারপতি বাগচির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর