বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি (BJP)। এক ধাক্কায় কমেছে আসন সংখ্যা। এবার টার্গেট বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী শিবির। তার আগে বিজেপি রাজ্য সভাপতি (BJP State President) কে হবেন তা নিয়ে জোড়ালো জল্পনা চলছে। সম্প্রতি ২৫ জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। আংশিক ঘোষণার পরই এবার কোর কমিটি বৈঠকে বঙ্গের গেরুয়া শিবির।
BJP-র পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন?
সূত্রের খবর, আলোচনায় বসেছেন সুনীল বনশল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায় ও বঙ্গ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বরা। চলতি মাসের শেষ সপ্তাহে বঙ্গে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি সফরের আগেই রাজ্য বিজেপির সভাপতি পদে কাউকে বসাতে মরিয়া হয়ে পদ্ম শিবির। যার দরুন আজ নমিনেশন দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
কানাঘুষো শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি আসনে নতুন কেউ বসতে চলেছেন। এই নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে চৰ্চা। সূত্রের খবর, সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে সুকান্ত ঘনিষ্ঠ ও সংঘের বিশ্বস্ত কাউকে পদ দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্বরা। একই সাথে এই দৌড়ে পিছিয়ে নেই মহিলা মুখও।
আরও পড়ুন: আদালতে ঝুলছে OBC মামলা, এরই মাঝে নয়া পদক্ষেপ রাজ্যের, জারি নির্দেশিকা
রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসন থেকে নামাতে ও রাজ্যে বর্তমানে নারী সুরক্ষার দিকটি ভোটের রাজনীতিতে হাতিয়ার করতে কোনো মহিলা মুখও বেছে নিতে পারে বিজেপি। তালিকায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরীর মত নামগুলি রয়েছে বলে সূত্রের খবর। এবার ২৬-র হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে কে বসেন সেটাই দেখার।