এবারে মিটবে যুদ্ধবিমানের অভাব! অবশেষে ব্রহ্মাস্ত্র তৈরি করল ভারত, শত্রুদেশের ঘুম ওড়াবে “ঘাতক”

বাংলাহান্ট ডেস্ক: যুদ্ধবিমানের ঘাটতি মেটাতে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বাজি ‘ঘাতক’। বায়ুসেনা প্রধান এপি সিংহ সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছিলেন , অবিলম্বে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানের সংখ্যা বৃদ্ধি করা উচিত। এবার লড়াকু জেটের অভাব মেটাতে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) নেমে পড়ল আসরে।

ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) নয়া সংযোজন

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ডিআরডিও’র (DRDO) তৈরি বিশেষ ধরনের ‘ঘাতক’ ড্রোন (Drone) শক্তিশালী জেট বিমানের পরিপূরক হয়ে উঠতে চলেছে। মানববিহীন উড়ন্ত বোমারু বিমানের আদলে এই উড়ুক্কু যানটি তৈরি করেছে ডিআরডিওর ‘অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি’র (এডিএ)। শত্রুর ঘরে ঢুকে মারকাটারি হামলা থেকে শুরু করে ইলেকট্রনিক্স লড়াই, দুই ক্ষেত্রেই নিজের ক্যারিশমা দেখাবে মানববিহীন এই যান।

আরও পড়ুন : BJP-র পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন? মুখ্যমন্ত্রীকে টেক্কা দিতে মহিলা মুখ? শুরু কোর কমিটির বৈঠক

ইতিমধ্যেই বিজ্ঞানীদের তরফে কয়েক দফার পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে ঘাতকের ক্ষুদ্র সংস্করণ নিয়ে। সূত্রের খবর, এইসব পরীক্ষায় যথার্থভাবেই উত্তীর্ণ হয়েছে ঘাতক। ডিআরডিওর দাবি, ক্ষেপণাস্ত্র এবং বোমা দুই ধরনের হাতিয়ার বহন করেই শত্রু ঘাঁটিতে পরাক্রমশীল আক্রমণ চালাতে পারবে এই মানববিহীন উড়ুক্কু যানটি। জানা যাচ্ছে, ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করার আগে আরও কয়েক দফার পরীক্ষা চালানো হবে ঘাতককে নিয়ে।

আরও পড়ুন : ‘শুভেন্দুর গাড়ি রেজিনগর পেরোতে দেব না’! হুমায়ুনের হুঁশিয়ারির পাল্টা দিল BJP

সেইসব পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) সামিল করা হবে এই ড্রোন। এমনকি ঘাতককে আরও আধুনিক ও আক্রমণশীল করে তুলতে বিদেশি সাহায্য নেওয়ার চিন্তাভাবনাও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, আমেরিকা ও রাশিয়ার মতো দেশের সাহায্য পেলে খুব কম খরচেই ঘাতককে ফাইটার যুদ্ধবিমানের পরিপূরক হিসাবে গড়ে তোলা যাবে।

Indian Air Force new success

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক ড্রোনের ব্যবহার আগামী দিনে যুদ্ধের সংজ্ঞা বদলে দিতে চলেছে। মানববিহীন উড়ুক্কু যান ভারতীয় বায়ুসেনায় যুক্ত হলে আরও সমৃদ্ধ হবে দেশের প্রতিরক্ষা ক্ষেত্র। ইতিমধ্যেই আমেরিকা, রাশিয়া, চিন এবং ইউরোপীয় ইউনিয়ানভুক্ত দেশগুলি এই ধরনের স্টেলথ প্রযুক্তির একাধিক শ্রেণির ড্রোন যুক্ত করেছে নিজেদের অস্ত্রাগারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর