মাস ঘোরার আগেই “TRP টপার”, হু হু করে এগোচ্ছে “দুগ্গামণি”, পরিণীতার আসন তবে টলমল?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার বিভিন্ন সিরিয়ালের (Serial) জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেলটি। এর মধ্যে সম্প্রতি একটি শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial) শুরু হয়েছে, নাম ‘দুগ্গামণি ও বাঘমামা’। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন পড়ে নিয়ে তাদের মনে জায়গা করে নিয়েছে ছোট্ট দুগ্গামণি। আর হবে নাই বা কেন। পুঁচকে দুগ্গামণি যে মন পড়তে পারে সব্বার। আর তা নিয়েই যত কাণ্ড সিরিয়ালে (Serial)।

কী চলছে দুগ্গামণি সিরিয়ালে (Serial)

গল্প (Serial) অনুযায়ী, নিজের মাকে খুঁজতে বেরিয়েছে দুগ্গামণি। খুঁজতে খুঁজতে সে হাজির হয় গায়েত্রীদের বাড়িতে। এদিকে গায়েত্রী নিজের হারিয়ে যাওয়া মেয়েকে যেন দেখতে পায় দুগ্গামণির মধ্যে। কিন্তু তার এই মন পড়ে নেওয়ার ক্ষমতার জন্য বাড়ির অনেকেই তার শত্রু হয়ে ওঠে। আবার কেউ কেউ তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়।

Duggamoni o baghmama serial is increasing trp

মানালির সঙ্গে বন্ধুত্ব রাধিকার: মাত্র এক সপ্তাহেই জমে উঠেছে দুগ্গামণি ও বাঘমামা (Serial)। প্রথম সপ্তাহেই টিআরপি তুলে স্লট ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক। বাস্তবে দারুণ বন্ধুত্বও হয়ে গিয়েছে দুগ্গামণি এবং গায়েত্রী ওরফে রাধিকা কর্মকার এবং মানালি মনীষা দে-র মধ্যে। তবে প্রকাশ ওরফে রাহুল দেব বসুর চরিত্রটি যেহেতু সিরিয়ালে (Serial) বেশ রাগী, তাই তাঁর সঙ্গে সখ্যতা গড়ে উঠতে একটু সময় লাগছে।

আরো পড়ুন : আড়াই বছর পেরিয়েও দ্বিতীয় স্থানে, “বেঙ্গল টপার” হতে এবার “মেগা ধামাকা” জগদ্ধাত্রীতে!

সত্যিই মন পড়তে পারে দুগ্গামণি: গল্পে তো সবার মনের গোপনতম কথাও পড়ে ফেলতে পারে দুগ্গামণি (Serial)। কিন্তু বাস্তবেও কি রাধিকার সেই ক্ষমতা আছে? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে খুদে জানায়, সত্যিই সে মনের কথা পড়তে পারে। যেমন ‘মানালিমিমি’ ভাবছে কখন প্যাকআপ হবে, চমচম ভাবছে ফ্লোরে কী কী খাবার আছে আর ‘রাহুল আঙ্কেল’ ভাবছে কখন বেড়াতে যাবে। তার উত্তর যে একদম সঠিক তাতেও সায় দিয়েছেন মানালি রাহুল।

আরো পড়ুন : “আর মানা যাচ্ছে না”, হারিয়েছে পুরনো ম্যাজিক, জি বাংলার সিরিয়াল বন্ধের দাবি দর্শক মহলে!

প্রথম টিআরপিতে ৫.০ পয়েন্ট পেয়েছে দুগ্গামণি। শুরু থেকেই সিরিয়ালটি যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, আগামীতে এই নম্বর আরো বাড়বে বলেই মনে করছেন দর্শক থেকে নির্মাতারা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর