বাংলাহান্ট ডেস্ক : হাইপারলুপ প্রযুক্তির হাত ধরে ভারতীয় রেলে (Indian Railways) সূচনা হতে চলেছে এক নয়া যুগের। এই প্রযুক্তির মাধ্যমে ভ্যাকুম টিউবের মধ্যে দিয়ে চোখের নিমেষে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে সক্ষম ট্রেন। এবার ভারতের (India) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মাদ্রাস আইআইটি-তে চাক্ষুষ করলেন হাইপারলুপ পরীক্ষা।
ভারতের (India) পর্যটকদের জন্য সুখবর
গত ১৫ মার্চ মাদ্রাস আইআইটি-তে হাইপারলুপ টেস্টিং ফ্যাসিলিটিতে পা রাখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি জানান, বিশ্বের বৃহত্তম হাইপারলুপ পরীক্ষার টিউব তৈরি হচ্ছে ভারতে। বর্তমানে এশিয়ার বৃহত্তম হাইপারলুপ পরীক্ষা টিউব রয়েছে মাদ্রাস আইআইটি-র হাইপারলুপ টেস্টিং ফ্যাসিলিটিতে।
আরও পড়ুন : ভোটার তালিকায় ‘ভূত’ অতীত! তৃণমূল এবার যা পদক্ষেপ নিল… তোলপাড় বাংলা!
তবে খুব শীঘ্রই যে এটি বিশ্বের সবথেকে বৃহত্তম হাইপারলুপ পরীক্ষার টিউব হয়ে উঠতে চলেছে সেকথাই এদিন জানান রেলমন্ত্রী। আইআইটি মাদ্রাসে বর্তমানে যে হাইপারলুপ টিউবটি রয়েছে সেটির দৈর্ঘ্য ৪১০ মিটার। অশ্বিনী বৈষ্ণব এদিন দাবি করেন, এই হাইপারলুপ টিউবটি খুব শীঘ্রই হয়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম।
আরও পড়ুন : ‘হিন্দুত্ববাদী’ হলেই মিলবে চাকরি! মোটা টাকা বেতনে নিয়োগ করছে BJP! কোন পদে জানেন?
এদিন আইআইটি মাদ্রাসে হাইপারলুপের লাইভ পরীক্ষাও চাক্ষুষ করতে দেখা যায় রেলমন্ত্রীকে। অশ্বিনী বৈষ্ণব এদিন জানান, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এই হাইপারলুপ টিউব। রেলমন্ত্রীর কথায়, খুব শীঘ্রই হাইপারলুপ পরিবহণের জন্য প্রস্তুত হয়ে যাবে ভারত (India)। এখনও পর্যন্ত যতগুলি পরীক্ষা হয়েছে তাতে ইতিবাচক ফলাফলই উঠে এসেছে।
কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে হাইপারলুপ টিউবের (Hyperloop Tube) জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। হাইপারলুপ সংক্রান্ত যাবতীয় যন্ত্রাংশ চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি (Integrated Coach Factory) বা আইসিএফ-এ তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন ভারতের (India) রেলমন্ত্রী (Railway Minister)।
অন্যদিকে, হাইপারলুপ ট্রেন নিয়ে সম্প্রতি বঙ্গ বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে একটি বিশেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ার এই পোস্টে বঙ্গ বিজেপি দাবি করেছে, মাত্র ২ ঘন্টায় কলকাতা (Kolkata) থেকে কাশ্মীর (Kashmir) পৌঁছে যাওয়া যাবে এই হাইপারলুপ প্রযুক্তির সহায়তায়। বঙ্গ বিজেপির দাবি, হাইপারলুপ প্রযুক্তিতে ঘন্টায় ১১০০ কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন।