বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর গত ন’মাস ধরে আটকে মহাকাশে। এবার আটকে পড়া মহাকাশচারীদের উদ্ধারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছাল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০।
মহাকাশ (Space) থেকে সুনীতাদের (Sunita Williams) ফেরা
সূত্রের খবর, ফ্যালকন ৯ রকেটে করে ভারতীয় সময় রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে মহাকাশ স্টেশনে (Space Station) পৌঁছায় ক্রিউ-১০। এরপর প্রায় এক ঘন্টা সময় লেগে যায় মহাকাশযানের দরজা খুলতে। নাসা (NASA) সূত্রে খবর, এখনও পর্যন্ত অনভিপ্রেত কিছু ঘটেনি। গোটা ল্যান্ডিং প্রক্রিয়াই নিরাপদে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : ছাব্বিশের ভোটের আগেই ‘খেলা’ শুরু? শুভেন্দুর পূর্ব মেদিনীপুরে জোড়াফুল ফোটাতে ‘বড়’ কৌশল অভিষেকের
মহাকাশযান ক্রিউ-১০-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছেন আরও চার নভশ্চর নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। এই চার নভশ্চরের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতারা।
আরও পড়ুন : ভারতে শুরু হতে চলেছে নতুন যুগ, মাত্র ২ ঘন্টায় পৌঁছে যাবেন কলকাতা থেকে কাশ্মীর! ব্যাপারটা কী?
নাসা সূত্রে খবর, নিরাপত্তা ও বহিরাগত চাপ পর্যবেক্ষণের পর সকাল ১১টা নাগাদ খোলে ক্রিউ-১০-এর দরজা। তারপর মহাকাশযান থেকে নেমে আসেন চার মহাকাশচারী। ১১টা ১০ মিনিট নাগাদ সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর ওঠার কথা ছিল ক্রিউ-১০ মহাকাশযানে।
পাশাপাশি এই মহাকাশযানে চেপেই পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। কিছুদিন আগে ড্রাগন যানে চড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন নিক ও আলেকজ়ান্ডার। জানা যাচ্ছে, স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযানটি সুনীতা সহ চার মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে চলেছে আগামী বুধবার ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ।
গত বছর জুন মাসে বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে পাড়ি দেন সুনীতা এবং বুচ। ৮ দিন পরই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও, মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে ঝুঁকি নিতে চায়নি নাসা। যারফলে মাত্র ৮ দিনের মহাকাশ সফর দীর্ঘায়িত হয়ে পরিণত হয়েছে ৯ মাসে। অবশেষে আগামী বুধবার স্পেসএক্সের ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতারা।