হাতে বড় প্রকল্প! আচমকাই মুখ্যমন্ত্রীর বাসভবনে গৌতম আদানি, সামনে এল বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : আচমকাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে সাক্ষাৎ করলেন খ্যাতনামা ব্যবসায়ী গৌতম আদানি (Gautam Adani)। শনিবার, ১৫ ই মার্চ মুখ্যমন্ত্রীর বাসভবন ‘সাগর’এ এসে উপস্থিত হন তিনি। শনিবার গভীর রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছান আদানি (Gautam Adani)। কিন্তু তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা এখনো জানা যায়নি।

দেবেন্দ্র ফড়নবীশের বাসভবনে সাক্ষাৎ আদানির (Gautam Adani)

শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে বেশ কিছু প্রোজেক্ট নিয়ে কথা হয়েছে দুজনের মধ্যে। এ নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ বাণ উড়ে এসেছে বিরোধীদের। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এই সাক্ষাৎ নিয়ে। তবে গৌতম আদানি (Gautam Adani) কিন্তু এ কাজ প্রথম করলেন না। এর আগে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

Gautam adani met chief minister suddenly

মুম্বইয়ে রয়েছে বড় প্রোজেক্ট: উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের মোতিলাল নগর পুনর্বিকাশ যোজনার টেন্ডার পেয়েছে আদানি (Gautam Adani) গোষ্ঠী। পাশাপাশি মুম্বইয়ের ধারাভি বস্তি পুনর্বিকাশ প্রকল্পের সঙ্গে যুক্ত হয় মোতিলাল নগর প্রোজেক্টের জন্য ৩৬,০০০ কোটি টাকার নিলাম জিতেছে আদানি সংস্থা। জানা যাচ্ছে, মোতিলাল নগর ১, ২ এবং ৩ হল মুম্বইয়ের বৃহত্তম আবাসন পুনর্নির্মাণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম।

আরো পড়ুন : ‘জগদ্ধাত্রী’ নিয়েই মাতামাতি, অ্যাওয়ার্ড শো নাকি ‘টাকার লেনদেন’! সোনার সংসার নিয়ে ফের বিতর্ক

প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নিলাম জেতে আদানি গোষ্ঠী: শহরতলির গোরেগাঁও এলাকায় ১৪৩ একর জমিতে রয়েছে এই প্রোজেক্ট। আদানি গোষ্ঠীর (Gautam Adani) সংস্থা আদানি প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড এই প্রকল্পের জন্য সর্বাধিক দর ডেকেছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী L&T এর থেকে অধিক এলাকার প্রস্তাব দিয়েছিল আদানির সংস্থা।

আরো পড়ুন : সুস্মিতার জন্য “স্পেশ্যাল” ব্যবস্থা, সাহেবের মুখে “ইঙ্গিতপূর্ণ” গান! দোলেই প্রেমে শিলমোহর কথা-এভির?

প্রসঙ্গত, আদানি গোষ্ঠী ইতিমধ্যেই এশিয়া মহাদেশের বৃহত্তম বস্তিগুলির মধ্যে অন্যতম ধারাভি বস্তির পুনর্নির্মাণ করছে। ধারাভি রিডেভেলপমেন্ট প্রোজেক্ট প্রাইভেট লিমিটেডে আদানি গোষ্ঠীর ৮০ শতাংশ শেয়ার রয়েছে। আর বাকি অংশটা রয়েছে রাজ্য সরকারের কাছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর