বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে বাইকের চাহিদা এখন তুঙ্গে। কেউ বাইক (Bike) কিনে থাকেন নেহাত শখের বশে, আবার কেউ কাজের প্রয়োজনে। তবে ভারতে (India) কম দামে ভালো মাইলেজওয়ালা বাইকের সন্ধান পাওয়া মোটেও সোজা কাজ নয়। অসংখ্য মডেলের মধ্যে সেরার সেরা মডেলটি খুঁজে বার করতে অনেকেই কাটিয়ে ফেলেন ঘণ্টার পর ঘণ্টা। তাই আজকের প্রতিবেদনে আমরা এমন ৫টি সস্তার ভালো মাইলেজ দেওয়া বাইক (Bike) সম্পর্কে জানাতে চলেছি, যেগুলি দামে কম হলেও মাইলেজের (Mileage) ক্ষেত্রে হতে পারে আপনার সেরা পছন্দ।
ভারতের সেরা ৫টি বাইক (Bike)
Hero HF 100: দেশের বাজারে হিরো মোটোকর্পের অন্যতম সস্তার বাইক মডেল এটি। ৯৭.২ সিসির এয়ার কুলড ৪ স্ট্রোকের একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে হিরোর এই বাইকটিতে। সংস্থার দাবি, HF 100 ৭০ কিলোমিটার/লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। Hero HF 100 মডেলের দাম শুরু হচ্ছে ৫৯,০১৮ টাকা থেকে।
আরও পড়ুন : ট্র্যাক বদলাতেই খুলল কপাল, TRP-র তলানি থেকে এক লাফে এক নম্বরে এই মেগা!
TVS Sport: বাইক প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত একটি মডেল এটি। এই বাইকে রয়েছে সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন যা ৭৩৫০ আরপিএমে ৬.০৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। TVS এর এই বাইকটি ১ লিটার পেট্রোলে ৮০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। TVS Sport-এর এক্স শোরুম মূল্য শুরু ৫৯,৮৮১ টাকা থেকে।
আরও পড়ুন : পরপর কাঁচি গল্পে, ‘উড়ান’ এর পর বন্ধের মুখে এই সিরিয়াল! বড় ধাক্কা চ্যানেলে
Bajaj CT 110X: এই বাইকের ডিটিএস আই ইঞ্জিন উৎপন্ন করে ৮.৬ পিএস পাওয়ার এবং ৯.৮১ এনএম টর্ক। Bajaj CT 110X বাইকটির মাইলেজ ৭০ কেএমপিএল। বাজাজের এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৭০,০১৬ টাকা থেকে।
Honda CD 100: একটি ৪ স্ট্রোকের বিএস ৬ ইঞ্জিন, ৯.১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক বিশেষ বৈশিষ্ট্য যোগ করেছে এই মডেলে। Honda CD 100- এর দাম শুরু হচ্ছে ৭৪,৪০১ টাকা থেকে।
Hero Splendor Plus: ৯৭.২ সিসি এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হিরোর এই মডেলে। Hero Splendor Plus মোটামুটি প্রায় ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিয়ে থাকে। এই মডেলটির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে ৭৫,৪৪১ টাকা থেকে।