নিজের বিয়ের বিষয় মুখ খুললেন সালমান খান।

বাংলা হান্ট ডেস্ক: সল্লু ভাই এর বিয়ে নিয়ে সিনেমাপ্রেমীদের উৎসাহ বরাবরই। শোনা যায়,একবার বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সালমান খানের। দুই পরিবারের লোকজন বিয়ের জন্য প্রস্তুতি নিতেও শুরু করেছিলে, অতিথিদের নিমন্ত্রণের জন্য কার্ড ছাপাও হয়েছিল। কিন্তু শেষ সলমানের সঙ্গে বলিউডের অন্য কোনও নায়িকার সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন সঙ্গীতা। তাই তিনি বিয়ে ভেঙে দেন। সবটাই গুঞ্জন। তবে এই নিয়ে সাল্লু ভাই বা সঙ্গীত কখনওই মুখ খোলেননি।সঙ্গীতার পর দ্বিতীয় ঐশ্বর্য রাই। তার পর ক্যাটরিনা কাঈফ। একের পর এক নায়িকা এসেছেন তাঁর জীবনে। কিন্তু বিয়ে আর হয়নি। অনেকে বলেন, ভাইজান ইচ্ছে করেই বিয়ে করেননি। কেউ আবার বলেন, ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের পর সল্লু ভাইয়ের এইরকম অবস্থা। অনেকের মতে এটা কমিটমেন্ট ফোবিয়া। সে যাই হোক, ৫৩ বছর বয়স হয়ে গেলেও এখনো বিয়ে নিয়ে কোনো কথা বলেননি সল্লু ভাই।তবে এবার প্রেম – বিয়ের বিষয়

সলমান খান বললেন, ”ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারি না। কারণ, মোমের আলোয় খাবার দেখা যায় না। কী খাচ্ছি বুঝতে পারি না। তা ছাড়া কোনও মেয়ে আজ পর্যন্ত আমাকে বিয়ের প্রস্তাবও দেয়নি।” তার নিজের ধারণায় তিনি তথাকথিত রোম্যান্টিক না হওয়ায় বিয়ের প্রস্তাব পাননি তিনি।

সম্পর্কিত খবর