বাংলাহান্ট ডেস্ক: চলতি বছর পাসপোর্ট (Passport) সংক্রান্ত একাধিক নিয়মের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে সহায়ক হবে নতুন নিয়মগুলি। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রের সাথে সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে একাধিক বদল এসেছে ভারতীয় পাসপোর্টে। চলতি বছর কোন কোন বদল নিয়ে আসা হচ্ছে পাসপোর্টের (Passport) ক্ষেত্রে? এক নজরে দেখে নেব সেগুলিই।
বদল আসছে পাসপোর্টে (Passport)
• নয়া নিয়ম অনুযায়ী, ২০২৩ সালের ১ অক্টোবর বা তার পরে জন্ম নেওয়া ব্যক্তিদের বৈধ জন্ম নথি হিসাবে গ্রাহ্য হবে শুধুমাত্র জন্ম নথি বা বার্থ সার্টিফিকেট। তবে ১ অক্টোবর ২০২৩-এর আগে যারা জন্মগ্রহণ করেছেন পুরনো নিয়ম অনুযায়ী তারা জন্ম নথি হিসাবে ব্যবহার করতে পারবেন PAN কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট বা সরকারি চাকরির নথি।
আরও পড়ুন : এক ফুল “তিন” মালি! একমাত্র নায়ককে নিয়ে টানাটানি নায়িকাদের, “ধুন্ধুমার” কাণ্ড TRP টপার মেগায়
• ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে পাসপোর্টের শেষ পৃষ্ঠায় উল্লেখ থাকবে না বসবাসের ঠিকানা। এর বদলে আনা হচ্ছে একটি কম্পিউটার রিডেবল বারকোড, যা স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা আরও দ্রুত ও সুরক্ষিতভাবে সম্পন্ন করতে পারবেন যাচাই প্রক্রিয়া।
আরও পড়ুন : হুড়মুড়িয়ে পড়ছে TRP, এর মাঝেই উধাও নায়িকা! আচমকাই খারাপ খবর এই সিরিয়ালে
• পাসপোর্টের রঙের মাধ্যমে নাগরিকদের শ্রেণীবিন্যাসের নিয়ম কার্যকর হয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক বিমানবন্দরে চেক-ইন ও ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে জোর দেওয়া হয়েছে পাসপোর্টের রঙে। সরকারি কর্মকর্তাদের জন্য সাদা পাসপোর্ট, কূটনীতিকদের জন্য লাল পাসপোর্ট ও সাধারণ নাগরিকদের জন্য ইস্যু করা হবে নীল পাসপোর্ট ।
• ৪৪২টি থেকে ২০৩০ সালের মধ্যে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের (POPSK) সংখ্যা ৬০০ টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রামীণ ও মফস্বলের বাসিন্দাদের পাসপোর্ট পরিষেবার সহজলভ্যতার ক্ষেত্রে এটি হতে চলেছে অত্যন্ত সহায়ক একটি উদ্যোগ।
• পাসপোর্টের শেষ পৃষ্ঠায় পিতা-মাতার নাম উল্লেখ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়া নিয়মে। গোপনীয়তা রক্ষার পাশাপাশি সিঙ্গেল প্যারেন্টসদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেই মনে করছেন অনেকে।