দুর্নীতিতে জর্জরিত! এবার নিয়োগ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ED

বাংলা হান্ট ডেস্কঃ এই বয়সেও দুর্নীতির জালে জর্জরিত দেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুর্নীতির মামলায় জড়িত থাকায় এই প্রাক্তন মন্ত্রীকে এবার ডেকে পাঠাল ইডি (Enforcement Directorate’s)। তিনি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন সময়েও নাকি একাধিক দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদবের। যা এই ৭৬ বছর বয়সে এসেও পিছু ছাড়ছে না তাঁর।

 বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তলব করল ED (Enforcement Directorate’s)

আজ অর্থাৎ মঙ্গলবার আরও একবার এই নিয়োগ দুর্নীতি তদন্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে, ‘চাকরির বিনিময়ে জমি’- কাণ্ডেই আরজেডি প্রধানকে তলব করেছেন তদন্তকারীরা। আগামিকাল অর্থাৎ বুধবার ইডির অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে লালু এবং তাঁর পরিবারের সদস্যদের।

জানা যাচ্ছে, আগামীকাল লালু প্রসাদ ছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি-সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও এই মামলায় জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ডের জন্য তলব করা হয়েছে। তবে সূত্রের খবর,আপাতভাবে ইডির তলবকে সম্ভবত এড়িয়ে যেতে পারেন তাঁরা।

আরও পড়ুন: কীভাবে কত কোটির দুর্নীতি? এতদিনে সব ফাঁস করে দিল পার্থর জামাই! নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়

কেন এই  মামলা?

লালু যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রথম এই ঘটনার সূত্রপাত হয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই  মামলায় জেলেও যেতে হয়েছিল তাঁকে। তবে গোটা রাজনৈতিক জীবনে পশুখাদ্য দুর্নীতি ছাড়াও আরও একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে লালু প্রসাদ যাদবের।

laluprasad

প্রসঙ্গত ২০০৪ সালে ইউপিএ জমানায় মনমোহন সিংহ প্রধানমন্ত্রী থাকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রীরও দায়িত্বে ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। অভিযোগ, সেই সময় নাকি বেশ কিছু প্রার্থীকে রেলের গ্রুপ-ডি পোস্টে চাকরি দেওয়ার বিনিময়ে তাদের থেকে সস্তায় জমি  নিয়েছিলেন তিনি।  সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য সস্ত্রীক লালু-সহ তাঁর পরিবারের বেশ কিছু সদস্যদের ডেকে পাঠিয়েছে ইডি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর