জল্পনার অবসান! BJP-র পরবর্তী রাজ্য সভাপতি কে হচ্ছেন? সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি (BJP) সহ একাধিক রাজনৈতিক দল। দোল উৎসবের দিন পশ্চিমবঙ্গের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এখনও বাকি ১৮টি সাংগঠনিক জেলার সভাপতিদের নির্বাচন। এই আবহে বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি (State President) কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম। এবার এই নিয়ে সামনে আসছে নয়া আপডেট।

বড় ইঙ্গিত দিয়ে দিলেন সুকান্ত (Sukanta Majumdar) নিজে!

পদ্ম শিবিরের সাংগঠনিক নিয়ম বলছে, এক ব্যক্তি একাধিক পদে আসীন থাকতে পারেন না। সেই অনুযায়ী বিগত কয়েক মাস ধরেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন নিয়ে জল্পনা কল্পনা চলছে। কখনও শোনা যাচ্ছে, এই দৌড়ে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনও আবার উঠে আসছে মহিলা মুখের নাম।

এই আবহে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দিল্লির বাড়িতে বঙ্গ বিজেপির সকল সাংসদদের গেট টুগেদার ও বালুরঘাটের সাংসদকে শুভেন্দুর ফুলের তোড়া দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই ফের নতুন গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি ফের একবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন সুকান্তই? দেখা দিয়েছে এই প্রশ্ন।

আরও পড়ুনঃ দিলীপের নাম শুনতেই রেগে লাল সুকান্ত-শুভেন্দুরা! কী এমন হল দিল্লিতে? রাজ্য সভাপতি ঠিক হল কী?

রিপোর্ট বলছে, ওই বৈঠকে উপস্থিত বঙ্গ বিজেপির সাংসদদের একটি অংশ একান্ত আলাপচারিতায় সেই রকমই ইঙ্গিত দিয়েছেন। তার ওপর সুকান্তর নিজের বক্তব্য এই জল্পনায় আরও ঘি ঢেলেছে। বালুরঘাটের সাংসদ বলেন, ‘রাজ্য সভাপতি কে হবেন, সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন’।

শুভেন্দুর (Suvendu Adhikari) হাত থেকে ফুলের তোড়া নেওয়া প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘এই ফুলের তোড়া শুভেচ্ছারও হতে পারে, ফেয়ারওয়েলেরও হতে পারে। আপনি কীভাবে দেখবেন, তার ওপর পুরোটা নির্ভর করছে’। এদিকে এই বিষয়ে এখনও অবধি শুভেন্দুর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sukanta Majumdar Suvendu Adhikari

এদিকে জানা যাচ্ছে, পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, সাংসদদের অনেকেই ফের রাজ্য সভাপতি হিসেবে সুকান্তকে (Sukanta Majumdar) দেখতে চাইলেও এদিনের বৈঠকে বিজেপির শীর্ষ কোনও কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে এই বিষয়ে মোদী-শাহই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর।

এই বিষয়ে এক সংবাদমাধ্যমের কাছে বিজেপির একজন সাংসদ বলেন, ‘রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে আরও দু’টি নাম রয়েছে। কিন্তু আচমকা সংগঠনে পরিবর্তন আনলে জেলাস্তরেও প্রভাব পড়তে পারে। এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে ৯ মাসও নেই। দলের একাধিক গোষ্ঠীর মধ্যে সুকান্তদা মোটামুটি সকলকে নিয়ে চলতে অভ্যস্ত। সেই কারণে সবদিক বিবেচনা করে তাঁকেই এগিয়ে রাখা হচ্ছে’। তাহলে কি ফের একবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দেখা যাবে সুকান্তকে? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর