বাংলা হান্ট ডেস্কঃ সম্পত্তি নিয়ে বিবাদ নতুন কিছু নয়। বিশেষত বাবার সম্পত্তি (Property) নিয়ে প্রায়ই ভাই-বোনকে বিবাদে জড়াতে দেখা যায়। বাবার সম্পত্তিতে আদৌ মেয়েদের অধিকার রয়েছে কিনা তা নিয়েও চর্চার অন্ত নেই। তবে অনেকেই জানেন না, বাবার সম্পত্তিতে ছেলে-মেয়ের অধিকার নিয়ে বড় রায় দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। মেয়েদের অধিকার সেখানে আদৌ রয়েছে কিনা তা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।
কী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?
জানা যাচ্ছে, বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার সম্বন্ধিত একটি মামলা শীর্ষ আদালতে উঠেছিল। মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) সঙ্গে সম্পর্কিত ছিল সেই মামলা। তামিলনাড়ুর একজন মহিলা নিজের সম্পত্তির অধিকার চেয়ে এই মামলা দায়ের করেন। সেই মামলাতেই ৫১ পাতার ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
শীর্ষ আদালতের (Supreme Court) রায় অনুসারে, এখন থেকে যৌথ পরিবারের ক্ষেত্রেও মেয়েদের সম্পত্তির অধিকার অগ্রাধিকার পাবে। যৌথ পরিবারে যদি কোনও সদস্য মারা যান, তাহলে তাঁর সম্পত্তিতে ভাইপোর থেকে মেয়েকে বেশি অধিকার প্রদান করা হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের আগে অর্জিত সম্পত্তির ক্ষেত্রেও এবার থেকে এই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুনঃ নজরে ছাব্বিশের ভোট! ‘মাস্টারপ্ল্যান’ সাজাতে ‘শাহি বৈঠকে’ সৌমিত্র খাঁ! কী কী আলোচনা হল?
জানা যাচ্ছে, হিন্দু উত্তরাধিকার আইনে (১৯৫৬) সম্পত্তির ক্ষেত্রে ছেলেদের অধিক গুরুত্ব প্রদান করা হতো। ছেলেরা নিজেদের নির্দিষ্ট অংশ নিয়ে নেওয়ার পরে মেয়েদের সম্পত্তির ভাগ দেওয়া হতো। সেই সময়কার আইনে মেয়েদের শুধুমাত্র বাড়িতে থাকার অধিকার ছিল। সেটাও অবশ্য অবিবাহিত, বিধবা কিংবা বিবাহবিচ্ছিন্না অবস্থায় প্রযোজ্য ছিল। এদিকে বিবাহিত মেয়েরা নিজেদের শ্বশুরবাড়ির সম্পত্তিতেও কোনও অধিকার পেতেন না। পরবর্তীতে এই আইনে বদল আনা হয় ও সম্পত্তিতে মেয়েদের অধিকার বৃদ্ধি পেতে থাকে।
২০০৫ সালে এই আইনে সংশোধন করে ছেলেদের ও মেয়েদের সম্পত্তির অধিকার সমান করে দেওয়া হয়। এর ফলশ্রুতি হিসেবে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার সমান হয়ে যায়। এরপর ২০২০ সালে শীর্ষ আদালত (Supreme Court) বাবার সম্পত্তিতে কন্যাদের সীমিত অধিকার সংক্রান্ত আইনে বদল আনে। নয়া রায় অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০০৫ সালের আগেও যদি বাবার মৃত্যু হয় তাহলেও বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ে সমান অংশ পাবে।
জানা যাচ্ছে, তামিলনাড়ুর ওই মহিলার করা মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একটি মামলায় দেখা যায়, ১৯৪৯ সালে বাবার মৃত্যুর সময় কোনও উইল ছিল না। তিনি যৌথ পরিবারের সদস্য ও তাঁর একমাত্র মেয়ে ছিল। তবে হাইকোর্টের তরফে এই সম্পত্তি ওই ব্যক্তির ভাইপোদের দিয়ে দেওয়া হয়। কিন্তু শীর্ষ আদালত সেই রায় বাতিল করে ওই ব্যক্তির একমাত্র মেয়ের পক্ষে রায় দেয়।
সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানায়, ছেলেদের মতো মেয়েরাও নিজের বাবার সম্পত্তিতে সমানাধিকার পাবে। যদি কোনও ব্যক্তি মারা যাওয়ার আগে উইল না করে যান, তাহলে তাঁর সম্পত্তি ছেলে ও মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে।