জমিজটের কারণেই বাংলায় থমকে রেল প্রকল্পের কাজ! মমতাকে নিশানা রেলমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি কেন্দ্রের এই বঞ্চনার অভিযোগকে কার্যত অস্বীকার করে গত ১ ফেব্রুয়ারি লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশের পরেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জোর গলায় জানিয়েছিলেন বাংলার প্রতি কোনো বিমাতৃসুলভ আচরণ করেনি মোদি সরকার। উল্টে বাংলার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerje) নিশানা করে তাঁর অভিযোগ ছিল জমিজটের কারণেই বাংলায় বহু রেল প্রকল্পের কাজ থমকে আছে।

মমতাকে নিশানা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)

সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে আরও একবার একই অভিযোগ করেছেন তিনি। তারপরেই রেলমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। রাজ্যসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) বলেছেন, ‘মোমিনপুর থেকে বিবাদী বাগ রুটে খিদিরপুর স্টেশনে মেট্রো প্রকল্পের কাজেও সমস্যা হচ্ছে। খিদিরপুর স্টেশনটি পড়ে ভবানীপুর কেন্দ্রের অধীনে। সবাই জানেন এই ভবানীপুর কেন্দ্র কার। এখানে রাজ্য সরকারের জমি প্রয়োজন’। তাই সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন,জমিজটের কারণেই আগে নন্দীগ্রামের রেল প্রকল্পের কাজে সমস্যা হয়েছে। এমনকি বতমানে সমস্যা তৈরী হয়েছে নিউ ব্যারাকপুর-বারাসত রেল প্রকল্পের কাজ নিয়েও। মোদী সরকার যে বাংলার রেল প্রকল্পের কাজে আগ্রহী, তার প্রমাণ দিয়ে রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) এদিন বলেছেন, ‘১৯৭২ থেকে ২০১৪, এই ৪২ বছরে কলকাতা মেট্রোর কাজ হয়েছে ২৮ কিমি। আর মোদী সরকারের কার্যকালে ১০ বছরে কলকাতা মেট্রোর কাজ হয়েছে ৩৮ কিমি।’

আরও পড়ুন: হাতে মাত্র ৩ মাস! কেন্দ্রীয় সরকারকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, কোন মামলায়?

রেলমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন উপস্থিত তৃণমূল সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রীর বিরোধিতায় সংসদের রুল তুলে ধরে এদিন রাজ্যসভায় বক্তব্য পেশ করতে চান তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও’ব্রায়েন। কিন্তু রাজ্যসভার প্যানেল চেয়ারম্যান, বিজেপি সাংসদ ঘনশ্যাম তিওয়ারি তাঁকে অনুমতি দেননি। তাই বিরোধিতা করে রাজ্যসভার কক্ষ থেকে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদরা। জানা যায় পরে সংসদের মকর দ্বারের সামনে দাঁড়িয়ে দলগত ভাবে সাংবাদিক বৈঠক করেছিলেন ডেরেক ও’ব্রায়েন।

Ashwini Vaishnaw Union Budget 2025

প্রচন্ড ক্ষোভ উগরে দিয়ে ডেরেক বলেন, ‘আমি জানি না, আমার রেগে ওঠা উচিত, না দুঃখিত হওয়া উচিত। আমি বুঝতে পারছি না, আমরা কি কোনও সার্কাসে আছি? আসলে ওদের অ্যাজেন্ডা একটাই। মোদী সরকার বাংলাকে সব দিক থেকে বঞ্চিত করেছে। আসলে, ওরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে পারেনি।’ একইসাথে তাঁর আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের মন্ত্রীরা যদি সংসদের নিয়ম ভুলে যান, তা হলে আমাদের দল তৃণমূল কংগ্রেসের কাছে আসুন। আমরা ওঁদের ফ্রিতে টিউশন দেবো।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর