বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, সেখানে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি মাসেই মমতা সেখানে ভাষণ দেবেন বলে জানা যায়। এই আবহে একটি সংবাদপত্রে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভাষণ দেবেন, সেই বিষয়ে উপাচার্য এলিজাবেথ ব্রটরাইট কিছু জানেন না। এই নিয়ে জলঘোলা শুরু হতেই বিবৃতি জারি করল রাজ্য (Government of West Bengal)।
নবান্নের তরফ থেকে কী জানানো হয়েছে (Government of West Bengal)?
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়া নিয়ে নানান মহলে চর্চা চলছে। এর মধ্যেই সংশ্লিষ্ট সংবাদপত্রের দাবিতে জলঘোলা শুরু হয়। এমতাবস্থায় নবান্নের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হল, শুধুমাত্র অক্সফোর্ড থেকেই নয়, বরং ব্রিটেনের আরও দু’টি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে মমতাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার এই নিয়ে রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। ‘সামাজিক উন্নয়নঃ শিশু ও নারী ক্ষমতায়ন’ নিয়ে বক্তৃতা দেবেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, একজন লেখিকা হিসেবেও এই আমন্ত্রণ পেয়েছেন মমতা।
আরও পড়ুনঃ বিধানসভার আলোচনা কেন লাইভ স্ট্রিমিং হয় না? ‘কীসের ভয়?’ এবার বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু
অক্সফোর্ডের পাশাপাশি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন শিক্ষার্থীদের তরফ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাষণ দেওয়ার আমন্ত্রণ এসেছে। রাজ্যের তরফ থেকে বিবৃতি জারি করে এমনটা জানানো হয়েছে।
জানা যাচ্ছে, এই মাসের শুরুর দিকেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন ছাত্রছাত্রীদের তরফ থেকে সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভাষণ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়। এরপর সোমবার লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউটের ডিরেক্টর সোফিয়া কোল্লিগনন মেইল করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের (Government of West Bengal) নারী ক্ষমতায়ন কেন্দ্রিক নীতি, রাজনৈতিক কৌশল নিয়ে ভাষণ দেবেন বলে খবর। এই আলোচনা সভার আয়োজন করা হবে চ্যাথাম হাউসে।