বাংলা হান্ট ডেস্ক: আগামী ২২ মার্চ অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে চলতি বছরের IPL। এদিকে, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন হওয়ার রেশ অব্যাহত রাখতে চাইবে KKR। আর সেই লক্ষ্যেই ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে নাইট শিবির।
বড় ধাক্কা KKR (Kolkata Knight Riders) শিবিরের:
সামগ্রিকভাবে দেখতে গেলে গতবারের টিমের অধিকাংশজনকে নিয়েই এবারের IPL-এ সফর শুরু করতে চলেছে KKR (Kolkata Knight Riders)। ইতিমধ্যেই একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। যদিও, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েই হতে হল বাধার সম্মুখীন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রথম প্রস্তুতি ম্যাচে দু’টি দল গড়া হয়েছিল। ওই দুই দলের একটিতে অজিঙ্কা রাহানে এবং অন্যটিতে ভেঙ্কেটেশ আইয়ার নেতৃত্ব দিয়েছিলেন।
এদিকে, KKR (Kolkata Knight Riders)-এর প্রথম প্রস্ততি ম্যাচে সবার নজর কেড়েছিলেন নতুন নাইট লুভনিথ সিসোদিয়া। এছাড়াও, কুইন্টন ডি’কক থেকে শুরু করে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটাররাও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এমতাবস্থায়, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রদবদল করা হয়েছিল। যেখানে, একটি দলের অধিনায়কের দায়িত্ব ছিলেন রাহানে এবং অন্য দলের ক্ষেত্রে অধিনায়ক করা হয়েছিল মণীশ পান্ডেকে। যদিও, শেষ পর্যন্ত ওই ম্যাচটি বৃষ্টির কারণে বিঘ্নিত হয়।
আরও পড়ুন: ২৬ মার্চেই আসল চমক? চিনের সাথে সম্পর্ক গভীর করতে বড় পদক্ষেপ ইউনূসের, ভারতের বাড়বে চিন্তা?
জানিয়ে রাখি যে, সাধারণ প্র্যাকটিস এবং প্র্যাকটিস ম্যাচের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। যেখানে আসল ম্যাচের মতোই বোলার এবং ব্যাটাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে থাকেন। আর সেই কারণেই প্র্যাকটিস ম্যাচের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে, খেলা শুরু করেও দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ করে দিতে হয়।
আরও পড়ুন: ঘুরে গেল খেলা! ভারতের বিরুদ্ধে বিষ উগরে বিপদে পাকিস্তান, মুখ পুড়ল পড়শি দেশের
এদিকে, সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলেও এইরকমই এক প্র্যাকটিস ম্যাচের পরিকল্পনা করেছে নাইট শিবির (Kolkata Knight Riders)। যদিও, আবহাওয়ার যা অবস্থা তাতে ওই ম্যাচ আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। এমতাবস্থায়, ফের প্র্যাকটিস ম্যাচে বাধা পড়লে কাজে নাইট শিবিরের জন্য বড় অস্বস্তি হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।