ফের বাজিমাত রিলায়েন্সের! এবার এই গরমে সবার তেষ্টা মেটাবেন আম্বানি

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন গ্রীষ্মে ভারতের বাজারে সফট ড্রিংকসের চাহিদার কথা মাথায় রেখে কোমর বেঁধে নেমে পড়ল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। ক্যাম্পা কোলার ডিস্ট্রিবিউশন মজবুত করতে ইতিমধ্যেই ছক কষে ফেলেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani-Reliance Industries) সংস্থা। বিজনেসলাইনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের শেষের দিকে প্রায় ১০ লক্ষ দোকানে ক্যাম্পা কোলার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রিলায়েন্স।

মুকেশ আম্বানির (Mukesh Ambani-Reliance Industries) জয়জয়কার

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নরম পানীয়র বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে আরসিপিএল। ভারতের (India) পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ক্যাম্পা কোলাকে (Campa Cola) ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে সংস্থা। আরসিপিএল জানিয়েছে, আমি তিন বছরে প্রায় ৫-৬ মিলিয়ন ডিস্ট্রিবিউশন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : “মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিলে টিকবে ভারতের অস্তিত্ব”, দাবি বাংলাদেশের ইসলামি নেতার, যা বললেন….

আধুনিক বাণিজ্যের পাশাপাশি এয়ারলাইন্স এবং রেলওয়েতেও নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। ইন্ডিপেন্ডেন্স এবং ক্যাম্পার রিটেল সেল ছাড়িয়ে গিয়েছে ১০০০ কোটি টাকা। কোম্পানির পোর্টফোলিওতে আরও কয়েকটি ব্র্যান্ডের টার্নওভারও ১০০ কোটি টাকার কাছাকাছি।

আরও পড়ুন : IPL-এর আগে বড় ধাক্কা KKR শিবিরে! আচমকাই যা ঘটল….ঘুম উড়ল রাহানেদের

বেভারেজ ব্র্যান্ড ক্যাম্পা, রাভালগাঁও সুগার কনফেকশনারির কফি ব্রেক এবং পান পসন্দ এবং লোটাস চকোলেটের মতো ব্র্যান্ডকে ইতিমধ্যেই অধিগ্রহণ করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani-Reliance Industries) সংস্থা আরসিপিএল। সম্প্রতি আবার ভেলভেট থেকে একটি সস এবং মশলা ব্র্যান্ড এসআইএলও যুক্ত হয়েছে সংস্থার পোর্টফোলিওতে।

Mukesh Ambani-Reliance Industries summer Action

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ৮০০০ কোটি টাকা আয় করেছে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। কোম্পানির আশা, ২০২৫ আর্থিক বছরে সংস্থার আয়ের পরিমাণ গিয়ে দাঁড়াতে পারে ১০০০০ কোটি টাকায়। আরসিপিএলের (RCPL) এক কর্তার মতে, বহুজাতিক উপভোক্তা পণ্য কোম্পানি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে আরসিপিএল। গ্রাহকদের ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করাই হবে সংস্থার মূল লক্ষ্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর