বাংলাহান্ট ডেস্ক : মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং জম্মু বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হয়েছে কংগ্রেস। একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য দিন দিন যেন আরও অপ্রতিরোধ্য করে তুলছে বিজেপিকে। এই আবহেই খবর আসছে, ঈদের পর চলতি বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে সংসদে পাশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)।
ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) পাশ
সংশোধিত ওয়াকফ সংশোধনী বিলের (Waqf Amendment Bill) বিরোধিতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড নয়াদিল্লির যন্তর মন্তরে গতকাল একটি বিক্ষোভ সভার আয়োজন করে। মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয় বেশ কয়েকজন বিরোধী সাংসদকেও। তবে গতকালের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করা থেকে বিরত থাকে জেডিইউ এবং টিডিপি।
আরও পড়ুন : ‘সরকার পদক্ষেপ নেবে’! এবার স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম! কোন বিষয়ে?
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করে বিজেপি সাংসদ এবং ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) চেয়ারম্যান জগদম্বিকা পাল দাবি করেছেন, এই ধরনের কর্মসূচি বিভাজন সৃষ্টি করতে পারে সমাজে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে ইতিমধ্যেই কমিটির কাছে তাদের উদ্বেগের বিষয়গুলি জানানো হয়েছে। জগদম্বিকা পালের কথায়, রিপোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিষয়গুলি বিবেচনাও করা হয়েছে।
পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র সৈয়দ কাসিম রসুল ইলিয়াস জানিয়েছেন, এই সরকারের লক্ষ্যই হয়ে উঠেছে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মিছিলের ডাক দিয়েছি। হিংসা ছড়ানো বিজেপির (Bharatiya Janata Party) অভ্যাসে পরিণত হয়েছে। তবে আমরা আশা করব ওদের জোটসঙ্গীরা এই সিদ্ধান্তে সাথ দেবেনা।
BIG NEWS Waqf Bill will be passed in Loksabha after Eid.
— Times Algebra (@TimesAlgebraIND) March 18, 2025
BIG NEWS JDU & TDP did not attend protests against Waqf Bill yesterday at Jantar Mantar
⚡ Bill will be passed in the last week of current budget session after Eid.
BJP has arranged the numbers required to pass this HISTORIC bill.
BJP is now UNSTOPPABLE after… pic.twitter.com/ZqA0EwE3jO
— Times Algebra (@TimesAlgebraIND) March 18, 2025
কী আছে এই ওয়াকফ সংশোধনী (Waqf Amendment Bill) বিলে?
জানা যাচ্ছে, ভারতের (India) সংশোধিত ওয়াকফ বিলে বলা হয়েছে, মুসলিম নন এমন সদস্য এবার থেকে রাখা যাবে ওয়াকফ কমিটিতে। এই বোর্ডে অন্তত এমন দুজন সদস্য থাকবেন যারা মুসলিম সম্প্রদায় ভুক্ত নন। পাশাপাশি অন্তত একজন করে শিয়া, সুন্নী এবং অনগ্রসর মুসলিম প্রতিনিধি রাখতে হবে ওয়াকফ বোর্ডে। নয়া বিলে সার্ভে কমিশনারের পদটি বাতিল করে সার্ভে বা সমীক্ষার দায়িত্ব দেয়া হয়েছে জেলার কালেক্টরকে। ওয়াকফের তালিকা থেকে সরকারি সম্পত্তি বাদ দেওয়ার কথাও উল্লেখ রয়েছে ওয়াকফ সংশোধনী বিলে।