বাংলা হান্ট ডেস্ক: ভারতে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে ফান্ডিংয়ের অভিযোগে ধনকুবের জর্জ সোরোসের (George Soros) সঙ্গে যুক্ত একটি সংস্থায় অভিযান চালিয়েছে ED (Enforcement Directorate)। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল ওপেন সোসাইটি ফাউন্ডেশনের (OSF) সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালায়। এছাড়াও OSF-এর সাথে যুক্ত আরও কয়েকটি কোম্পানিতেও অভিযান চালানো হয়েছে।
মোক্ষম ঝটকা পেলেন মার্কিন ধনকুবের জর্জ সোরোস (George Soros):
জানিয়ে রাখি যে, জর্জ সোরোসের (George Soros) সংস্থার মাধ্যমে ওইসব কোম্পানি বৈদেশিক মুদ্রার অনিয়ম করেছে বলে অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রাক্তন কর্মচারীদের বাড়িতে এই অভিযান চালানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ২০২০ সালের ডিসেম্বরে ভারতে কাজ করা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া অবৈধভাবে বিদেশি ফান্ডিং গ্রহণের অভিযোগ থাকায় ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টও সরকার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
জানিয়ে রাখি, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জর্জ সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে ফান্ডিং পেয়েছে বলে অভিযোগ রয়েছে। এমতাবস্থায়, সিবিআই এবং ইডি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে তদন্ত করেছে এবং চার্জশিটও দাখিল করেছে। বিজেপি হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী জর্জ সোরোসের (George Soros) বিরুদ্ধে ভারতবিরোধী ন্যারেটিভের জন্য ফান্ডিংয়ের অভিযোগ করে আসছে। জর্জ সোরোস দ্বারা পরিচালিত একটি সংস্থার প্রোগ্রামের সাথে সোনিয়া গান্ধীর যোগসূত্র উল্লেখ করে বিজেপি কংগ্রেসের ওপর তীব্র আক্রমণও করেছিল।
আরও পড়ুন: IPL-এর আগে বড় ধাক্কা KKR শিবিরে! আচমকাই যা ঘটল….ঘুম উড়ল রাহানেদের
এক বছরে ৪ লক্ষ ডলারের বেশি ফান্ডিং: তথ্য অনুযায়ী, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের তরফে হিউম্যান রাইটস, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক সরকারের মতো এজেন্ডার নামে ফান্ডিং করা হয়। জর্জ সোরোসের সংস্থাগুলি শুধুমাত্র ২০২১ সালেই ভারতে ৪ লক্ষ ডলারের বেশি খরচ করেছে। সূত্র জানিয়েছে, বৈদেশিক মুদ্রার অংশ হিসেবে OSF ও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চত্বরে তল্লাশি চালানো হচ্ছে। আরও জানা গিয়েছে, এই মামলাটি OSF-এর দ্বারা সরাসরি বিদেশি বিনিয়োগের (FDI) প্রাপ্তি এবংFEMA নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে কিছু সুবিধাভোগীদের দ্বারা ফান্ডিংব্যবহারের সাথে সম্পর্কিত।
আরও পড়ুন: ২৬ মার্চেই আসল চমক? চিনের সাথে সম্পর্ক গভীর করতে বড় পদক্ষেপ ইউনূসের, ভারতের বাড়বে চিন্তা?
জর্জ সোরোসের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া নেই: এদিকে, বর্তমানে ইডি-র পদক্ষেপ নিয়ে OSF-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাঙ্গেরিয়ান-আমেরিকান রাজনৈতিক কর্মী সোরোস (George Soros) এবং তাঁর সংগঠন OSF-কে ক্ষমতাসীন বিজেপি ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করার জন্য অভিযুক্ত করেছে। আদানি-হিন্ডেনবার্গ বিতর্কের সময়েও ওই দলের বক্তব্যেরও সমালোচনা হয়েছিল। OSF ১৯৯৯ সালে ভারতে কার্যক্রম শুরু করে। ভারত ছাড়াও, জর্জ সোরোস চিন এবং রাশিয়ার মতো দেশে সরকারকে অস্থিতিশীল করার জন্য অর্থ প্রদানের জন্য কুখ্যাত রয়েছেন।