সুনীতার উদ্দ্যেশ্যে চিঠি লিখলেন মোদি! “ভারতের মেয়ে”-র কীর্তিতে গর্বিত প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ৯ মাস যাবৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার পর পৃথিবীতে ফিরছেন নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এবার এই দুই সাহসী নভোশ্চরের উদ্দেশ্যে বিশেষ চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi-Sunita Williams)। সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোদি।

সুনীতা উইলিয়ামসকে নরেন্দ্র মোদির (Narendra Modi-Sunita Williams) চিঠি

চিঠিতে মোদি (Narendra Modi) লেখেন, ‘কোটি কোটি ভারতবাসীর তরফ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি। বিখ্যাত মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সাথে আজ একটি বিশেষ অনুষ্ঠানে আমার সাক্ষাৎ ঘটে। আলাপচারিতায় উঠে আসে আপনার প্রসঙ্গ। গোটা ভারতবর্ষ যে আপনাকে নিয়ে কতটা গর্বিত তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’

আরও পড়ুন : ‘পুলিশের প্রোফর্মা কেউ ফিল আপ করবেন না’! রামনবমীর আগে সতর্কবার্তা শুভেন্দুর! হঠাৎ কী হল?

চিঠিতে মোদি লিখেছেন, হাজার হাজার মাইল দূরে থাকলেও, সুনীতা রয়েছেন ভারতীয়দের হৃদয়ের কাছে। এরই সাথে মোদির সংযোজন, ‘মাইক ম্যাসিমিনোর সাথে সাক্ষাৎ হওয়ার পর আপনাকে চিঠি না লিখে পারলাম না। যতবার মার্কিন রাষ্ট্রপতিদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ততবারই কথা হয়েছে আপনাকে নিয়ে। ১৪০ কোটি দেশবাসী আপনাকে নিয়ে আজ গর্বিত। আপনার সাফল্য আমাদের অনুপ্রেরণা দেয়।’

সুনীতার উদ্দেশ্যে এই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘হাজার হাজার মাইল দূরে থাকলেও প্রত্যেক ভারতবাসীর অন্তরে রয়েছেন আপনি। আপনার সুস্বাস্থ্যের প্রার্থনা করছে দেশবাসী। আপনার মা বনি পাণ্ড্য রয়েছেন আপনার অপেক্ষায়। দীপকভাইও আপনাকে হয়ত আশীর্বাদ করছেন স্বর্গ থেকে।  ফিরে আসার পর আপনার সাথে সাক্ষাতে আগ্রহী। যে সকল ভারতীয় নারী দেশকে গর্বিত করেছে তাদের মধ্যে আপনি একজন।’

Narendra Modi-Sunita Williams letter

প্রসঙ্গত, গত বছর জুন মাসে ৮ দিনের মহাকাশ ভ্রমণে (Space Walk) গিয়ে মহাকাশযানে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন সুনীতা ও বুচ। এই দুই মহাকাশচারীকে (Astronaut) পৃথিবীতে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে পৌঁছেছে মাস্কের সংস্থার মহাকাশযান। নাসা সূত্রে খবর, ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমেরিকার ফ্লরিডার উপকূলে অবতরণ করতে চলেছেন সুনীতারা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর