ছাব্বিশের ভোটের আগে বড় খবর! বাতিল হবে না তো আপনার ভোটার কার্ড? বিপাকে পড়ার আগেই জানুন

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Elections) আগে ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে একটি কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ভুয়ো ভোটার ইস্যু নিয়ে সংসদেও আলোচনার দাবি জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই আবহে সামনে আসছে বড় খবর। জানা গেল, এবার ভোটার কার্ডের (Voter Card) সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনের (Election Commission) একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ঐতিহাসিক সিদ্ধান্ত (Election Commission)!

আগেই জানা গিয়েছিল, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, পরিষদীয় দফতরের সচিব এবং UIDAI-এর সিইওকে আলোচনার জন্য ডাকা হয় বলে খবর। এদিনই সেই বৈঠক ডাকা হয়েছিল। এরপরেই সামনে এল বড় খবর।

জানা যাচ্ছে, এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভুয়ো ভোটার সমস্যায় ইতি টানা যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে এই সিদ্ধান্ত নেওয়া হতেই মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কীভাবে লিঙ্ক করতে হবে? অনেকেই এই নিয়ে চিন্তায় পড়েছেন।

আরও পড়ুনঃ ‘পুলিশের প্রোফর্মা কেউ ফিল আপ করবেন না’! রামনবমীর আগে সতর্কবার্তা শুভেন্দুর! হঠাৎ কী হল?

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার এই কাজ বাড়ি বসেই করা সম্ভব। এর জন্য প্রথমে ভোটারস সার্ভিস পোর্টালে যেতে হবে এবং ‘ফর্মস’ বিকল্পে ক্লিক করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। রেজিস্টার না করা থাকলে আগে রেজিস্টার করে তারপর লগ ইন করতে হবে।

Election Commission of India

এরপর ‘ফর্ম ৬বি’তে ক্লিক করতে হবে। এরপর নিজের রাজ্য ও বিধানসভা/ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নির্বাচন করতে হবে। নিজের ব্যক্তিগত তথ্য দিতে হবে। এরপর ওটিপি ও আধার নম্বর দিতে হবে এবং ‘প্রিভিউ’ বিকল্পে ক্লিক করতে হবে। সবকিছু হয়ে যাওয়ার পর ‘সাবমিট’ অপশনে ক্লিক করে জমা দিয়ে দিতে হবে। এছাড়া এসএমএসের মাধ্য়মেও এই কাজ করা সম্ভব বলে জানা যাচ্ছে।

এর জন্য ECILINK<Space><EPIC Number><Space><Aadhaar Number> এই ফরম্যাটে এসএমএস লিখে তা ১৬৬ কিংবা ৫১৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে। নির্বাচন কমিশনের (Election Commission) আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার এই সিদ্ধান্তের ফলে ভুয়ো ভোটারের সমস্যা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সাপ্তাহিক কর্মদিবসে ১৯৫০ নম্বরে ফোন করে এবং ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমেও এই কাজ করা সম্ভব বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর