বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশজুড়ে ট্রাফিক নিয়মের (Traffic Rules) ক্ষেত্রে একাধিক পরিবর্তন এসেছে গত ১ মার্চ থেকে। ট্রাফিক আইন ভঙ্গ করলে এবার থেকে গুনতে হতে পারে মোটা টাকার জরিমানা, এমনকি হতে পারে জেলও। একের পর এক সড়ক দুর্ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশ-প্রশাসনের। এই আবহে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কড়া অবস্থান নিল সরকার।
ভারতে (India) কড়া ট্রাফিক আইন (Traffic Rules)
জানা যাচ্ছে, সব ধরনের ট্রাফিক নিয়ম (Traffic Rules) ভঙ্গের ক্ষেত্রেই ১০ গুণ পর্যন্ত বেড়েছে জরিমানার (Fine) অঙ্ক। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পরলে হতে পারে ১০০০০ টাকার জরিমানা ও ৬ মাসের কারাবাস। তবে এই একই অপরাধ ফের পুনরায় সংঘটিত করলে ১৫,০০০ টাকা জরিমানা এবং ২ বছরের কারাদণ্ড হতে পারে নতুন নিয়মে।
আরও পড়ুন : ‘পুলিশের প্রোফর্মা কেউ ফিল আপ করবেন না’! রামনবমীর আগে সতর্কবার্তা শুভেন্দুর! হঠাৎ কী হল?
হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা হিসেবে ধার্য করা হবে ১০০০ টাকা। এমনকি তিন মাসের জন্য বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স। গাড়িতে সিট বেল্ট ব্যবহার না করলে এক হাজার টাকা জরিমানার নিয়ম ধার্য করেছে সরকার। গাড়ি চালানোর সময় অনেকেই মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকেন। এই প্রবণতার ফলে অনেক ক্ষেত্রে ঘটে যায় বড় দুর্ঘটনা।
গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বললে এবার থেকে ৫০০০ টাকা জরিমানা গুনতে হবে চালককে। পুরনো নিয়মে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে জরিমানা বাবদ ধার্য হত ৫০০ টাকা।লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের ক্ষেত্রে ৫০০০ টাকা ও বিমা ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে জরিমানার অঙ্ক। দূষণ শংসাপত্র না থাকলে ১০ হাজার টাকার জরিমানা ও ছয় মাসের জেল হতে পারে গাড়ি চালকের।
আরও পড়ুন : ‘কটা ট্রাক লাগবে আপনাদের?’ নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে হাইকোর্ট, এল বড় নির্দেশ
অত্যধিক স্পিডে বা বিপদজনকভাবে ড্রাইভিং করলে নয়া আইন অনুযায়ী চালককে গুনতে হবে ৫ হাজার টাকার জরিমানা। পাশাপাশি বাইকে ৩ জন সওয়ারি নিয়ে যাত্রা করলে ধার্য হবে ১০০০ টাকার জরিমানা। অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরী যানবাহনকে যাওয়ায় রাস্তা না করে দিলে ধার্য হতে পারে ১০ হাজার টাকার জরিমানা। সিগন্যাল জাম্পিং এবং ওভারলোডিংয়ের ক্ষেত্রে যথাক্রমে ৫ হাজার ও ২০ হাজার টাকার ফাইন গুনতে হতে পারে চালককে।
পাশাপাশি ভারতে (India) কোনও নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার অভিভাবকের ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও ৩ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে আইনে। এমনকি বাতিল হতে পারে অভিভাবকের ড্রাইভিং লাইসেন্স। পাশাপাশি ওই নাবালকও ২৫ বছর না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবেদনের সুযোগ পাবে না ।