‘হিন্দু হিন্দু ভাই ভাই’ তৃণমূলেরই দেওয়া পোস্টারে ঢাকা পড়ল মমতার মুখ! ছাব্বিশের ভোটের আগে নতুন ‘গেম’?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনের আগে মাঝের এই একটা বছর শাসক-বিরোধী উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগাতে এখন থেকেই কোমর কষেছে রাজ্যের শাসক দল (Trinamool Congress)। টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে বিরোধীরাও। প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে হিন্দু-মুসলিমের রাজনৈতিক তরজা। ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে বিজেপি। এবার তাদেরকে পাল্টা দিয়েই সকাল থেকে শহরের বিভিন্ন বিভিন্ন এলাকা মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের (Trinamool Congress) হিন্দুত্বের পাল্টা পোস্টারে।

মুখ্যমন্ত্রীর মুখ ঢেকে পোস্টার তৃণমূলের (Trinamool Congress)

তৃণমূলের আইটি সেলের তরফ থেকে এই হলুদ পোস্টারের কোনোটাতে লেখা হয়েছে,’হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিংকে ফাইন খাই’। আবার কোনওটায় লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই!’ লেখা আছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু, তেলের দামে লোটা চাই?, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’ প্রতিটি ব্যানারের নীচে লেখা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেল।’

আরও পড়ুন: ‘কটা ট্রাক লাগবে আপনাদের?’ নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে হাইকোর্ট, এল বড় নির্দেশ

প্রসঙ্গত তৃণমূলের (Trinamool Congress) এই ব্যানারে ছেয়ে গিয়েছে শ্যামবাজার, বিধান নগর, ফুলবাগান,করুণাময়ী, সিটি সেন্টার, রাজাবাজার, লেকটাউন সহ, বিকাশ ভবন সংলগ্ন এলাকা। এরই মধ্যে এই পোস্টার ঘিরে মাথাচারা দিয়েছে এক নতুন বিতর্ক। বিকাশ ভবনের সামনে তৃণমূলের আইটি সেল এর তরফের যে ব্যানার টানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই হলুদ পোস্টারের তলায় চাপা পড়ে গিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ।

Trinamool Congress

Trinamool Congress

বিষয়টি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলগুলি। কেউ কেউ প্রশ্ন তুলছেন যারা এই পোস্টার লাগিয়েছেন তাঁদের  শিক্ষা নিয়ে। তাছাড়া ছাব্বিশের ভোটের আগে মমতার মুখ ঢেকে এই পোস্টার পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন ‘নবীন তৃণমূলীরা’?

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর