RG Kar কাণ্ডে ভাইরাল কথোপকথনে কলতানের কণ্ঠস্বর! এবার হাইকোর্টে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে ঘটে যাওয়া নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের জেরে সারা বাংলা জুড়ে উঠছিল প্রতিবাদ আন্দোলনের ঝড়। ওই সময় আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা করার পরিকল্পনায় নাম জড়িয়েছিল ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের। সেইসময় এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ছাড়া পেয়েছেন এই নেতা। তবে এবার আবার শিরোনামে তিনি।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য

প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এবার কলতানের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ করতে চলেছে রাজ্য। জানা যাচ্ছে, এই ডিওয়াইএফআই নেতার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করতে চাইছে পুলিশ। যা নিয়ে আরও একবার হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল রাজ্য। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা সল্টলেকের স্বাস্থ্যভবনের বাইরে অবস্থানে বসেছিলেন। সেসময় একটি কথোপকথনের অডিও  ভাইরাল হয়েছিল। সেখানে শোনা যায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার কথা। ওই ঘটনার জেরে মাথাচাড়া দেয় নতুন জল্পনা। শাসক দল তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়, ওই ভাইরাল কথোপকথনের একটি কণ্ঠস্বর নাকি ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের।

ঘটনার তদন্তে নেমে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জেরার মুখে পড়ে ওই ব্যক্তি কলতান দাশগুপ্তের নাম নেন। এরপর তাদের দুজনের কল রেকর্ড খতিয়ে দেখা যায় সঞ্জীবের ফোন থেকে ফোন গিয়েছে কলতানের ফোনে। এরপর ওই  ধৃতের বয়ানের ওপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয় কলতানকে। সেসময় তাঁর দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই থেকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

আরও পড়ুন: ‘কটা ট্রাক লাগবে আপনাদের?’ নিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে হাইকোর্ট, এল বড় নির্দেশ

পরবর্তীকালে মামলা ওঠে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। সেসময় রাজ্যের তরফে দাবি করা হয়েছিল কলতান নাকি তাঁর মোবাইল আনলক করছেন না। এমনকি তিনি নাকি তদন্তেও সহযোগিতা করছেন না। যদিও ডিওয়াইএফআই নেতার আইনজীবীর দাবি ছিল, তাঁর মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

Calcutta High Court Kalatan Dasgupta case hearing

আদালতে কলতানের আইনজীবীর প্রশ্ন ছিল, ‘কন্ঠস্বর পরীক্ষা করে দেখা হোক। কণ্ঠস্বর সম্পর্কে নিশ্চিত না হয়ে গ্রেপ্তার করা হল কীভাবে?’ শুধু তাই নয়, তাঁর মক্কেলকে পুলিশ অন্য মামলায় জড়িয়ে দিতে পারে বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন আইনজীবী। শেষ পর্যন্ত এই মামলায় হাই কোর্ট  কলতান দাশগুপ্তকে জামিন দিয়ে জানিয়ে দিয়েছিল তাঁর বিরুদ্ধে পুলিশ কোনওরকম পদক্ষেপ করতে পারবে না। সেসময় পাঁচদিন পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছিলেন কলতান।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর