এবার এই দেশকে সাহায্য করতে গিয়ে বড়সড় ক্ষতির সম্মুখীন চিন! ভারতের কাছ থেকে চাইছে সাহায্য

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ পুনর্গঠনের কারণে চিনের (China) ৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার এই তথ্য সামনে এসেছে। কলম্বোতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত কুই জেনহং-কে উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদপত্র “ডেইলি নিউজ” এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রদূত বলেছিলেন যে, চিনই প্রথম দেশ যেটি ২০২৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কার সাথে একটি ঋণ পুনর্গঠন চুক্তিতে প্রবেশ করেছিল।

শ্রীলঙ্কাকে সাহায্য করে বিরাট ক্ষতি চিনের (China):

কিউই জেনহং বলেন যে, “বেশিরভাগ মানুষই এই বিষয়ে জানেন না। এর কারণ আমরা শ্রীলঙ্কায় আমাদের সাহায্যের বিষয়ে বিশ্বকে তেমন কিছু বলি না। এর মানে চিন নীরবে শ্রীলঙ্কাকে সাহায্য করেছে, তাই মানুষ তা জানে না।”

China facing losses while trying to help this country.

শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালে অর্থনৈতিক সঙ্কটের সময়ে শ্রীলঙ্কা প্রথমবার তার ঋণ পরিশোধে অপারগতা প্রকাশ করেছিল। এরপর তারা ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পুনর্গঠন করে। সহজ ভাষায়, শ্রীলঙ্কার অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের কাছে যে ঋণ ছিল তা পরিশোধ করতে ওই দেশের অসুবিধে হচ্ছিল। তাই তিনি ঋণ পরিশোধের শর্ত পরিবর্তনের জন্য আলোচনা করা হয়। একে বলা হয় ঋণ পুনর্গঠন।

আরও পড়ুন: আরও সহজ হবে পরিষেবা! গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ RBI-র, ব্যাঙ্কগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ

ভারতের সমর্থন চেয়েছেন: রাষ্ট্রদূত কুই জেনহং আরও বলেন, চিন (China) ও ভারত একসঙ্গে শ্রীলঙ্কার উত্তর প্রান্তের উন্নয়ন করতে পারে। পাশাপাশি, দুই দেশই এই লক্ষ্যে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, চিন ও ভারতের মধ্যে কোনও বিরোধ নেই। তাঁর মতে, উভয় দেশই দ্রুত উন্নয়ন করেছে এবং অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা উচিত।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে উস্কানি! এবার মোক্ষম ঝটকা পেলেন মার্কিন ধনকুবের জর্জ সোরোস, ED যা করল….

কিউই জেনহং আরও বলেছেন যে, “আমি আশা করি চিন (China) ভারত এবং শ্রীলঙ্কা একদিন সেখানে একটি কার্যকর প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে পারবে।” অর্থাৎ জেনহং চান এই তিন দেশ মিলে শ্রীলঙ্কায় এমন কিছু কাজ করুক যাতে সবার উপকার হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর