ফের সঙ্কটে “কাঙাল” পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিপুল ক্ষতির সম্মুখীন পড়শি দেশ

বাংলা হান্ট ডেস্ক: বহু বছরের অপেক্ষার পর অক্লান্ত পরিশ্রম করে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy-Pakistan) আয়োজন করার সুযোগ পেয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB এটাও ভেবেছিল যে এই টুর্নামেন্ট আয়োজন করার মাধ্যমে তারা মোটা অঙ্কের টাকা আয় করতে পারবে। কিন্তু, আসলে ঘটলো তার উল্টো ঘটনা। দীর্ঘ ২৯ বছর পর ICC ইভেন্ট আয়োজন করা পাকিস্তানের জন্য রীতিমতো ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কারণে PCB প্রায় ৮৬৯ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করে বিরাট ক্ষতির সম্মুখীন পাকিস্তান (Champions Trophy-Pakistan):

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে PCB বিপুল খরচ করেছে: জানিয়ে রাখি, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy-Pakistan) ম্যাচ সম্পন্ন হয় লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচিতে। এই টুর্নামেন্ট শুরুর আগে, PCB ৩ টি স্টেডিয়াম আপগ্রেড করতে ৫৮ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। যা তার বাজেটের থেকে ৫০ শতাংশ বেশি ছিল। এছাড়া আয়োজনের প্রস্তুতিতে বোর্ডের খরচ হয়েছে ৪০ মিলিয়ন ডলার। কিন্তু আয়োজন করার পর বোর্ডের আয় হয়েছে মাত্র ৬ মিলিয়ন ডলার। এভাবে দেখা গেলে ৮৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

Champions Trophy-Pakistan loss update.

জানিয়ে রাখি যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান (Champions Trophy-Pakistan) ঘরের মাঠে মাত্র ১ টি ম্যাচ খেলতে পেরেছিল। যেখানে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে যেতে হয়েছিল তাদের। এদিকে, পাকিস্তান তার দ্বিতীয় ম্যাচ খেলতে দুবাই যায়। যেখানে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল। অপরদিকে বৃষ্টির কারণে বিঘ্নিত হয় পাকিস্তানের তৃতীয় ম্যাচ।

আরও পড়ুন: এবার এই দেশকে সাহায্য করতে গিয়ে বড়সড় ক্ষতির সম্মুখীন চিন! ভারতের কাছ থেকে চাইছে সাহায্য

PCB কি খেলোয়াড়দের কাছ থেকে ক্ষতির টাকা আদায় করছে: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, PCB এখন খেলোয়াড়দের কাছ থেকে এই ক্ষতির অর্থ আদায় করছে। ন্যাশনাল T20 চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি ৯০ শতাংশ কমানো হয়েছে। এছাড়া খেলোয়াড়রা এখন আগের চেয়ে কম সুযোগ-সুবিধা পাবেন। এখন ফাইভ স্টার হোটেলের পরিবর্তে স্বল্প বাজেটের হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: আরও সহজ হবে পরিষেবা! গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ RBI-র, ব্যাঙ্কগুলিকে দেওয়া হল কড়া নির্দেশ

এদিকে, খেলোয়াড়দের ম্যাচ ফি কমানোর খবর প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচিত হচ্ছে PCB। তবে, বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি হস্তক্ষেপ করে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং বোর্ডকে বিষয়টির পুনর্বিবেচনার আহ্বান জানান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর