বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে এ বছর শাসক-বিরোধী উভয় পক্ষের মধ্যেই মাথাচাড়া দিয়েছে ধর্মের সংঘাত। বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা পর প্রথম হিন্দুত্বের জিগির তুলেছিলেন শুভেন্দু আধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগে সরব রাজ্যের শাসক দল। এই বিতর্কের মধ্যেই বিজেপির তরফে একেবারে সরাসরি ‘হিন্দু-হিন্দু ভাই ভাই’ স্লোগান দিয়ে মুড়ে ফেলা হয়েছিল রাজ্যের বিভিন্ন এলাকা।
রামনবমীর মিছিল নিয়ে রাজ্যকে চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)
বিজেপিকে কড়া টক্কর দিতে তারপরেই আসরে নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফেও ওই হিন্দু আবেগকে সামনে রেখে পাল্টা বিদ্রুপের সুরে ব্যানার টানানো হয়, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিংকে ফাইন খাই’। আবার কোনওটায় লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই!’ লেখা আছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু, তেলের দামে লোটা চাই?, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’
আসন্ন নির্বাচনের আগে এভাবেই রাজ্যের শাসক বিরোধী দলের ঠান্ডা লড়াইয়ের সাক্ষী থাকল গোটা শহর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে শাসক-বিরোধী উভয় পক্ষের কাছে আসন্ন ছাব্বিশের নির্বাচনের আগে বড় হাতিয়ার হতে চলেছে ধর্ম। এই ধর্মীয় সংঘাতের মধ্যেই এবার রামনবমী উপলক্ষে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারকে এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ১ কোটি হিন্দুকে তিনি আহ্বান জানিয়েছেন রামনবমীর মিছিল করার জন্য। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম।
সম্প্রতি দোল উপলক্ষে একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, ‘রামনবমীর উৎসব এবার এমন ভাবে পালন করুন যাতে হিন্দু বিরোধী শক্তি মুখের উপর জবাব পায়। গতবার ৫০ লক্ষ হিন্দু বেরিয়েছিলেন এক হাজার মিছিল হয়েছিল। এবার এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে হবে দুই হাজার মিছিল হবে।’ তিনি আরও, জানিয়েছেন রামনবমী ভালোভাবে পালন করতে। হিন্দুদের এই উৎসব রামনাবনী পালন করার জন্য কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার দায়িত্ব আমাদের।’
রাজ্য সরকারের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, ‘হিন্দুস্থানে, হিন্দুই রাজ করবে। আর যারা হিন্দু হিতে যারা কাজ করবে বাংলায় তারাই রাজ করবে।’ আগামী ৬ই এপ্রিল রামনবমী। এবছর রামনবমী অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে পালনের পালন করার আবেদন জানিয়েছেন বিরোধী নেতা। একইসাথে জোর গলায় পুলিশকে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে পড়েন, তাহলে আপনাকে খেসারত দিতে হবে।’
আরও পড়ুন: RG Kar কাণ্ডে ভাইরাল কথোপকথনে কলতানের কণ্ঠস্বর! এবার হাইকোর্টে রাজ্য
রামনবমী উপলক্ষে বিজেপি নেতা শুভেন্দু যে ডাক দিয়েছেন এ প্রসঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘তাঁরা উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে,অন্য ন্য্যারেটিভ বিষ মেশানো ন্য্যারেটিভ, ভেদাভেদের ন্য্যারেটিভ তৈরি করতে চাইছে।’একইসাথে তিনি বলেছেন,’ শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন আমরা কোন অবস্থাতেই সেই প্ররোচনায় পা দেব না। আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন, রোটি-কাপড়া-মাকান।’ অন্যদিকে তৃণমূলের দেবাংশুর কটাক্ষ, ‘ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস, যারা সাধুর বেশ ধরে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসেছে।
আসন্ন রামনবমী উপলক্ষে এখন থেকেই কোমর কোষে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে বড় আকারে রামনবমী পালন করা হবে। অন্যান্য বছর বিভিন্ন সংগঠন রামনবমী পালন করার দায়িত্ব নিলেও ,এবার রামনবমী আয়োজন করার দায়িত্ব নিতে হবে দলকেই।