কিছুক্ষণেই পাল্টে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! লণ্ডভণ্ড হবে কোন কোন জেলা?

বাংলা হান্ট ডেস্কঃ ভরা বসন্তেই তাপপ্রবাহ! গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। এই আবহে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে বুধবার সন্ধ্যা থেকেই শুরু হতে পারে ঝড়বৃষ্টি (Rainfall Alert)। শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

আগামীকাল দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কালবৈশাখীর পূর্বাভাস!

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গেই উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। যার জেরে আজ থেকে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত শুরু হবে। অল্পবিস্তর বর্ষণ হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal) পাঁচটি জেলায় কালবৈশাখী হতে পারে। এই জেলাগুলি হল, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখী হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। তবে প্রত্যেকটি জেলাতেই দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ BJP-র পরবর্তী রাজ্য সভাপতির দৌড়ে নেই দিলীপ ঘোষ? পদ্ম নেতার মন্তব্যে তোলপাড়!

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল অবধি উত্তরে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ধীরে ধীরে কমতে শুরু করবে দিনের তাপমাত্রা। সপ্তাহান্তে একধাক্কায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রা মোটের ওপর একই থাকবে বলে খবর।

Rainfall alert in Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update 19th March

আজ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ার বদল হওয়ার পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনটা নেই। বুধ ও বৃহস্পতিবার উত্তরের প্রত্যেকটি জেলাই শুষ্ক থাকতে পারে। তবে শুক্রবার সেখানকার প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর