বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছোটপর্দায় টক্কর ক্রমেই জোরদার হচ্ছে। সিরিয়ালগুলি (Serial) টিআরপির লড়াইয়ে কখনো এগিয়ে যাচ্ছে, কখনো আবার পিছিয়ে পড়ছে। জি বাংলা এবং স্টার জলসার একাধিক সিরিয়ালের মধ্যে চলে টানটান লড়াই। এর মধ্যে কিছু ধারাবাহিক (Serial) একটানা ভালো ফল করে চলেছে টিআরপি তালিকায়। আবার কিছু কিছু ধারাবাহিক নিয়ে মাঝে মাঝে ট্রোলিংও চলছে নেট পাড়ায়।
ট্রোলের মুখে পড়েছে কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল (Serial)
এই তালিকায় ইদানিং জায়গা করে নিয়েছে জি বাংলার অন্যতম ধারাবাহিক (Serial) ‘কোন গোপনে মন ভেসেছে’। শ্যামলী অনিকেতের কাহিনি এক বছর পার করে রমরমিয়ে চলছে। প্রথম থেকেই সিরিয়ালটি (Serial)। দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। ভিন্ন ধরণের গল্পের জেরে হু হু করে বেড়েছে টিআরপি। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা বদল হয়েছে।
কেন এমন সমালোচনা: টিআরপিতে এখনো হেরফের না হলেও ইদানিং দর্শকদের একাংশের ট্রোলের মুখে পড়তে হচ্ছে এই সিরিয়ালকে (Serial)। এর অন্যতম কারণ, ধারাবাহিকের ট্র্যাক বদল হওয়া। শ্যামলী অনিকেতের বিচ্ছেদ, দুই সতীন থেকে সটান দুই জা হয়ে ওঠা শ্যামলী অনন্যার, বিশেষ করে শ্যামলীর আবার বিয়ের ট্র্যাক নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন দর্শকদের একাংশ। ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছে তাদের।
আরো পড়ুন : এবার একই চ্যানেলে দুই প্রাক্তন, সায়ন্ত-বিতর্কের মাঝেই ছোটপর্দায় কামব্যাক দেবচন্দ্রিমার!
কী চলছে গল্পে: সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, চন্দ্রাশিসের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে শ্যামলীর (Serial)। অনিকেত তা দেখে মনের দুঃখে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে যায়। পরে আবার শুভেচ্ছাও জানায় শ্যামলীকে। এবার কোন দিকে মোড় নিতে চলেছে গল্প (Serial)? উত্তর পাওয়ার আগেই ট্রোলিংয়ে মেতেছে নেটিজেনরা।
আরো পড়ুন : এক ফুল “তিন” মালি! একমাত্র নায়ককে নিয়ে টানাটানি নায়িকাদের, “ধুন্ধুমার” কাণ্ড TRP টপার মেগায়
একজন লিখেছেন, ‘দয়াময়ী শ্যামলীর আরো কয়েকটা বিয়ে হলে ক্ষতি নেই। এমনিতেও সিরিয়ালের হিরোর দুটো বিয়ে, হিরোইনেরও দুটো। শোধবোধ হয়ে গেছে। এবার এই ফালতু ড্রামা বন্ধ হোক’। আরেকজন লিখেছেন, ‘অনেক পছন্দের একটি সিরিয়াল ছিল। এখন একদম জঘন্য’। একাধিক কমেন্টে উঠেছে সিরিয়াল বন্ধের দাবি। তবে গল্পের ট্র্যাক পরিবর্তন বা ট্রোলিং নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতারা।