অনেক হয়েছে! অবৈধভাবে দখল করে রাখা ভারতীয় এলাকা খালি করতে হবে পাকিস্তানকে, স্পষ্ট জানাল দিল্লি

বাংলাহান্ট ডেস্ক : মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সাথে আলাপচারিতায় একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সাক্ষাৎকারে মোদির বক্তব্যে উঠে আসে পাকিস্তান প্রসঙ্গও। এমনকি সরাসরি সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নিশানাও করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India-Pakistan)।

ভারত-পাকিস্তান (India-Pakistan) তরজা তুঙ্গে:

অন্যদিকে, ফ্রিডম্যানকে দেওয়া এই সাক্ষাৎকারে মোদির বক্তব্য পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর বলে দাবি করল ইসলামাবাদ। যদিও মোদির বক্তব্যে মুখ খুলতেই পাকিস্তানকে (Pakistan) পাল্টা হুঁশিয়ারি দিল দিল্লিও। স্পষ্ট ভাষায় দিল্লি জানাল, মিথ্যা প্রচার বন্ধ করে, বেআইনিভাবে দখল করে রাখা ভারতীয় জমি ছেড়ে দিক পাকিস্তান।

আরও পড়ুন : নায়ক-নায়িকা দুজনেরই দুটো বিয়ে! “শোধবোধ হয়ে গিয়েছে”, ট্রোলের মুখে সিরিয়াল বন্ধের দাবি দর্শকদের

ফ্রিডম্যানকে দেওয়া এই সাক্ষাৎকারে মোদি (Narendra Modi) বলেছিলেন, “বিশ্বের যে কোনও প্রান্তেই জঙ্গি হামলা হোক না কেন, তার কোনও না কোনও যোগসূত্র থাকে পাকিস্তানের সাথে। ৯/১১ হামলার কথাই যদি ধরা যায়, তার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন এলেন কোথা থেকে? উনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।”

আরও পড়ুন : ‘বাড়িঘর ভাঙব, বোমাবাজি করব’! জেলে বসেই হুমকি ফোন করছেন শাহজাহান? তোলপাড় বাংলা

পডকাস্টে পাকিস্তানকে (Pakistan) নিয়ে করা মোদির এহেন মন্তব্য হজম করতে পারেনি ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশমন্ত্রক পাল্টা দাবি করে, “নরেন্দ্র মোদি পাকিস্তানকে নিয়ে যে মন্তব্য করেছেন তা একতরফা ও বিভ্রান্তিকর। রাষ্ট্রসংঘ, পাকিস্তান এবং কাশ্মীরি জনগণের কাছে ভারতের দৃঢ় আশ্বাস থাকা সত্ত্বেও এই ইস্যু অমীমাংসিত রয়েছে গত সাত দশক ধরে।”

India-Pakistan clash Modi reaction.

ইসলামাবাদের এই বিবৃতি জারির পর পাল্টা তোপ দেগে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সয়াল বলেছেন যে, মিথ্যা প্রচার বন্ধ করে, বেআইনিভাবে দখল করে রাখা ভারতীয় জমি ছেড়ে দেওয়া উচিত পাকিস্তানের। ভারতীয় ভূখণ্ডের জম্মু ও কাশ্মীর নিয়ে ফের একবার মন্তব্য করেছে পাকিস্তান। সীমান্তপারের সন্ত্রাসে পাকিস্তানের সক্রিয় প্রচার ও স্পনশরশিপ সম্পর্কে গোটা বিশ্ব অবগত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর