‘খেলা’ ঘুরিয়ে দিল CBI! জেলবন্দি অবস্থাতেই জোর ধাক্কা খেলেন অয়ন শীল! বিরাট রায় হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) দীর্ঘদিন ধরে জেলবন্দি অয়ন শীল (Ayan Sil)। এই মাসের শুরুতেই ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। তবে সিবিআইয়ের মামলা থেকে অব্যাহতি না মেলায় জেলমুক্তি হয়নি। এবার জেলবন্দি অবস্থাতেই বড় ধাক্কা পেলেন অয়ন! বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

কী রায় দিল উচ্চ আদালত (Calcutta High Court)?

সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিয়োগ দুর্নীতির এই অভিযুক্ত। বুধবার তাঁর সেই আবেদনের জোরালো বিরোধিতা করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। জানানো হয়, এখনও এই মামলার তদন্ত চলছে। রাজ্যের ১৭টি পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে অয়নের বিরুদ্ধে। এর মধ্যে মাত্র একটি পুরসভায় তদন্ত করতে পেরেছে সিবিআই।

এদিনের সওয়াল জবাব শেষে অয়নের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangshu Basak) ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছে। ফলে আপাতত জেলমুক্তি হচ্ছে না নিয়োগ দুর্নীতির এই অভিযুক্তের।

আরও পড়ুনঃ ‘বাড়িঘর ভাঙব, বোমাবাজি করব’! জেলে বসেই হুমকি ফোন করছেন শাহজাহান? তোলপাড় বাংলা

কেন্দ্রীয় এজেন্সির দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে নানান লোকের থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। তাঁর বাড়ি থেকে এই বিষয়ক একাধিক নথি, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। সিবিআইয়ের (CBI) এও দাবি, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৪০ কোটি টাকা তোলার কথা জেরায় স্বীকার করেছেন অয়ন নিজে।

Calcutta High Court

জোরালো সওয়াল জবাব শেষে অয়নের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই বিষয়ে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ’১১ মাস যথেষ্ট নয়। ২-৩ বছর হলে কথা ছিল। সিবিআই যেহেতু জানিয়েছে এখনও তদন্ত চলছে, সেই কারণে জামিনের আবেদন খারিজ করা হল’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর