বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যেই ভারতের বিস্তীর্ণ এলাকায় 5G পরিষেবা শুরু করে দিয়েছে জিও ও এয়ারটেল। এমনকি ভি’ও 5G পরিষেবা শুরুর ব্যাপারে এগিয়ে গিয়েছে অনেকটাই। তবে 5G তো দূর, এখনও দেশের অধিকাংশ জায়গায় 4G পরিষেবাও শুরু করতে পারেনি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)।
কবে আসছে BSNL (Bharat Sanchar Nigam Limited) 5G পরিষেবা?
গত বছরই রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা জানিয়েছিল, 4G পরিষেবা শুরুর পাশাপাশি ভারতের মাটিতে খুব শীঘ্রই 5G সার্ভিস চালু করে দেবে তারা। BSNL 5G পরিষেবা কবে নাগাদ চালু হয় সেইদিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। এবার কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, দেশে 5G পরিষেবা দেওয়ার লক্ষ্যে BSNL (Bharat Sanchar Nigam Limited) আগামী জুন মাস থেকেই শুরু করতে চলেছে কাজ।
আরও পড়ুন : ‘খেলা’ ঘুরিয়ে দিল CBI! জেলবন্দি অবস্থাতেই জোর ধাক্কা খেলেন অয়ন শীল! বিরাট রায় হাইকোর্টের
তবে ঠিক কবে নাগাদ 5G পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু হবে সেই বিষয়ে জানা যায়নি কিছুই। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী কয়েক মাসের মধ্যে এক লক্ষ 4G নেটওয়ার্ক প্রতিস্থাপন করা হবে দেশজুড়ে। ইতিমধ্যেই ৮৯ হাজারের বেশি 4G নেটওয়ার্ক বসানো সম্পন্ন হয়েছে। আগামী মে-জুন মাসের মধ্যে বাকি টাওয়ার বসানোর পর সেগুলিকে 5G-তে উন্নীত করা হবে।
আরও পড়ুন : মহাকাশেই কাটালেন ৯ মাস, গীতা-গণেশের মূর্তি ছাড়াও আর কি কি ছিল “ভারতের মেয়ে” সুনীতার কাছে?
সূত্রের খবর, এই ১ লক্ষ 4G টাওয়ারকে 5G-তে উন্নীত করতে আরও বছর খানেক সময় লেগে যেতে পারে। ভারতের (India) কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এদিন বলেন, 4G নেটওয়ার্কগুলিতে কিছু সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপডেট করলে সেগুলি BSNL 5G পরিষেবা দেওয়ার উপযোগী হয়ে উঠবে।
একইসাথে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেন, বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে ভারত একটি যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 4G ও 5G প্রযুক্তি তৈরি করেছে। পাশাপাশি সিন্ধিয়া এদিন আরও জানান, ‘সঞ্চার সাথি’ পোর্টালে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে ১.৭৫ কোটি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গত কয়েকমাসে। বন্ধ করা হয়েছে দেড় লক্ষের বেশি WhatsApp গ্রুপও।