বেকায়দায় সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান! এই মামলায় রাজ্যের জবাব চাইল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ আবার শিরোনামে সন্দেশখালির ‘ত্রাস’ বলে পরিচিত শাহজাহান শেখ। এবার অ্যাকশনে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জানা যাচ্ছে, ৬ বছর আগেকার তিনটি খুনের মামলায় শাহজাহান (Shahjahan Sheikh) সহ আরও কয়েকজনের বিরুদ্ধে হওয়া মামলায় এবার নিম্ন আদালতের পদক্ষেপের কথা জানতে চাইল হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আজ এই মামলায় রাজ্য সরকারের কাছে তথ্য তলব করেছেন। বৃহস্পতিবার আবার এই মামলা শুনবে হাইকোর্ট।

রাজ্যের জবাব চাইল হাইকোর্ট (Calcutta High Court), কোন মামলায়?

সূত্রের খবর, আজ মামলাকারী বা রাজ্য সরকারকে নিম্ন আদালতের পদক্ষেপ সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালে তিন-তিনটি খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল শাহজাহান-সহ বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ওই খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করল হাই কোর্ট (Calcutta High Court)। এই মামলায় শাহজাহান শেখের (Shahjahan Sheikh) বিরুদ্ধে নিম্ন আদালত কী পদক্ষেপ নিয়েছিল জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে। জাস্টিস সেনগুপ্ত জানিয়েছেন রাজ্য সরকার হোক বা মামলাকারী, যে কেউ সেই তথ্য জমা দিতে পারবেন।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ’ কল্যাণকে বিশেষ দায়িত্ব? এবার কি অ্যাডভোকেট জেনারলের ওপর খবরদারি করবে রাজ্য?

রাজ্যের আইনজীবী এই বিষয়ে জানিয়েছেন, ওই ঘটনায় মোট ২৫ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তখন জাস্টিস সেনগুপ্ত প্রশ্ন করেন, প্রত্যক্ষদর্শী তার বয়ানে শাহজাহানকে শনাক্ত করেছিল, সেটার কগনিজেন্স নেওয়া হয়েছিল? যদি নেওয়া হয়, তাহলে আদালতে তার নথি পেশ করা হোক। এরপর বিচারপতি আরও প্রশ্ন করেন ২০১৯-এ চার্জশিট জমা দেওয়া হয়েছিল? সেইসাথে তিনি জানিয়ে দেন ২০১৯ সালে এই মামলায় নিম্ন আদালত কী কী পদক্ষেপ নিয়েছিল, সে সমস্ত তথ্য দিতে হবে।

Calcutta High Court

প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনও জেলবন্দি শাহজাহান শেখ। প্রথমে পুলিশ ও পরে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল শাজাহান। তবে সূত্রের খবর গরাদের ভিতরে বসেই নিয়মিত নিজের দাপট বজায় রেখেছে সন্দেশখালির এই ‘ত্রাস’। সম্প্রতি জেলে বসেই হুমকি ফোন করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর